বাসায় আজকাল আর রাজনৈতিক বা খেলাধুলার আড্ডা বসে না। আমার ভাই, মা, বাবা, সবাই দেখি একই কথা। বাবু আজকে এই করছে, এভাবে ঘুমাচ্ছে। আনন্দে ভাসছে সবাই। ঈদের দিনের দায়সারা আয়োজন হওয়ার পরেও কারো খেদ নেই। মানে আমারো নেই। এভাবেই হয়তো সব আনন্দ আল্লাহ মানুষকে দান করেন।
যাই হোক, নাম রেখেছি "সামিহা মেহনাজ চৌধুরী (রুদবেহ)"। দোয়া করবেন। একটা ছবিও দেয়ার চেষ্টা করলাম।
সর্বশেষ এডিট : ০৯ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




