এক লোক গেছে এক দোকানে -
: একটা রুমাল দিন।
: রুমাল?
: হ্যাঁ, কেন রুমাল নেই?
: থাকবে না কেন, কিন্তু তাই বলে শুধু রুমাল? কী বলছেন আপনি? আমাদের কাছে শার্ট-প্যান্ট, সালোয়ার-কামিজ, শাড়ি, জুতা, মোজা, পায়জামা-পাঞ্জাবি … যা যা লাগে সবই আছে লেটেস্ট ডিজাইনের … । আর আপনি চাইছেন শুধু রুমাল?
: হ্যাঁ, আগে একটা রুমালই দিন।
দোকানদার বিরস মুখে একটা রুমাল দিল। বউনির সময় শুধু একটা রুমাল! সে হতাশ। ক্রেতা রুমালটা নিয়ে তার মুখ বাঁধল। যেমন করে ডাকাতেরা মুখ বাঁধে। তারপর পকেট থেকে একটা পিস্তল বের করল!
: এবার দিন।
: মা-মানে? দোকানদার এবার ভীত।
: মানে একটু আগে যা যা দিতে চেয়েছিলেন সব দিন … শার্ট-প্যান্ট, সালোয়ার-কামিজ, শাড়ি, জুতা, মোজা, পায়জামা-পাঞ্জাবি … ঈদে যা যা লাগে সবই লেটেস্ট ডিজাইনের …
: জি জি … (দোকানদার ততক্ষণে বুঝে গেছে ইনি কোন ধরনের শপিং করতে এসেছেন!)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




