জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১০-১১ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর 'ক' ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
সোমবার রাত সাড়ে ১০টায় ফলাফল প্রকাশ করা হয় বলে বিশ্ববিদ্যালয়ের এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এ ইউনিটে ৩৫০ টি আসনের জন্য ২০ হাজার ৬০০টি আবেদন জমা পড়ে। প্রতি আসনে ৫৯ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
ফলাফলে নির্ধারিত আসনের চেয়ে মেধার ভিত্তিতে ১০ গুণ শিক্ষার্থীর নামের তালিকা প্রকাশ করা হয়।
পরীক্ষার বিস্তারিত ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট http://www.juniv.edu থেকে জানা যাবে।
এছাড়া, ওয়েবসাইটে ফল প্রকাশের তিন থেকে চার ঘন্টা পরে মুঠোফোনে এসএমএস এর মাধ্যমেও ফল জানা যাবে।
যে কোনো মোবাইল অপারেটরের মেসেজ অপশনে গিয়ে ju লিখে space দিয়ে roll নম্বর তারপর 9934 এ পাঠালে ফিরতি মেসেজে পরীক্ষার ফলাফল জানিয়ে দেওয়া হবে।
এছাড়া, মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংশ্লিষ্ট অনুষদ অফিসের নোটিশ বোর্ডে ফলাফল টানিয়ে দেওয়া হবে।
এর আগে, ২৪ অক্টোবর প্রথম 'ছ' ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত এবং একই দিন রাতে ফলাফল প্রকাশ করা হয়।
সোমবার 'ক' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ভর্তি পরীক্ষা ২৭ অক্টোবর পর্যন্ত চলবে।
আগামী ২৬ অক্টোবর 'ঘ' ইউনিট এবং ২৭ অক্টোবর 'ঙ' ও 'চ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




