দেখে নেয়া যাক মিথ্যা প্রচারকারী তীরন্দাজের গ্রুপেরর সংক্ষিপ্ত লিস্ট যাদের কাজ মুসলমান ও তার ধর্মকে হেয় করা, মুক্তন্তিার কথা বলে ঈহুদীবাদ কায়েম করা, হাজার বসরের লালিত শৃঙ্গলা ভঙ্গ করে সমাজে বিশৃঙ্খলা তৈরী করা। তীরন্দাজের গ্রুপের লিস্টে আছেঃ
= মহুয়ামঞ্জুরী
= রাসেল (........)
= অপ বাক
= সুমন চৌধুরী
= দীক্ষক দ্রাবিড়
= কৌশিক
=শোহেইল মতাহির চৌধুরী
= হযবরল
=বিদ্রোহী
আরো নাম এখন দিতে পারছি না।আপনার না হয় এই বিকৃত মানসিক ব্লগারদের সহযোগির নাম মন্তব্যে যোগ করে দিন।
হাবিবমহাজন ধরাইয়া দিল মহুয়া ভূঁয়া আমি ধরিয়ে দিলাম তীরন্দাজ ভূঁয়া (ভূঁয়া=কল্পনা প্রসুত লেখা পোস্টকারী)
তীরন্দাজের ভন্ডামি দেখতে হলে দেখুনঃ Click This Link বিঃদ্রঃ ঐখানে তীরন্দাজ আমার অনেক মূল্যবান মন্তব্যগুলি ডিলিট করে দিয়েছে।
ব্যবহারকৃত ছবিটি রয়টার্সের। ফটোগ্রাফার হল পাকিস্থানের মহসিন রেজা। ছবিটি ধারণ করা হয়েছে গত 11 ই জুন 2006 । ঘটনাস্থান পাকিস্থানের লাহোর। এই ছবিটি এবং এর আগে পরে আরো বেশ কয়েকটি ছবি মহসিন রেজা ধারন করে এবং এর ক্যাপশন লিখেনঃ
Pakistanis bathe in a water canal on a hot day, where temperature rose up to 43 degrees Celsius (109 degrees Fahrenheit), in Lahore June 11, 2006.
এ ধরনের ক্যাপশন লিখে বাতর্া সংস্থা রয়টার্স বিভিন্ন গনমাধ্যমে তাদের প্রচলিত নিয়মে পরিবেশন করে। এ ছবিগুলোকে পূঁজি করে তীরন্দাজ অপপ্রচার করে "মেয়েদের নাকি ওই পানিতে নামা নিষেধ"অর্থাৎ তীরন্দাজ বুঝাতে চাইছে ইসলামপন্থীরা না িক ওই ছবির স্থানের পানিতে মেয়েদের নামা নিষেধ করেছেন। যা ডাহা মিথ্যাচার ছাড়া কিছুই না।
তীরন্দাজ নিশ্চয়ই নিউজটি সংগ্রহ করতে লাহোর যায় নাই বা রয়টার্সের কাছ থেকে ছবিটি প্রচারের স্বত্বও ক্রয় করে নাই । শুধু তাই নয় রয়টার্সের কোন সূত্রও কোথাও তীরন্দাজ লিখে নাই। এরকম মিথ্যাচারের পরও কি আপনারা চোর তীরন্দাজের সাফাই গাইবেন? আপনি এই অন্ধ ও বিভ্রান্তিসৃষ্টিকারী থেকে দুরে থাকুন, ভালো থাকুন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


