মোবাইলের ঐ প্রান্ত হতে হয়তো শ্রবণকারী কথাটি বিশ্বাস করলো। কিন্তু বাসে থাকা আমরা বুঝতে পারলাম যে এর শতভাগই মিথ্যা কথা। কারণ আমার অজ্ঞাত কারনে সেদিন উল্লেখ করার মত তেমন কোনো জ্যাম ছিল না এবং যখন তিনি কথা বলছিলেন তখন সবেমাত্র বনানীর চেয়্যারম্যান বাড়ি পার হচ্ছিলাম। পরে ভদ্রলোকটিকে শাহবাগে নামতে দেখেছিলাম।
অত্যাধুনিক যুগে মোবাইলের ব্যবহার আমাদের উপকৃত করেছে বটে কিন্তু ক্ষতিও কম করেনি। আমরা ছোটকাল থেকেই শুনে এসেছি_ 'মিথ্যা বলা মহাপাপ'। কিন্তু আজ এসব কথা যেন শুধু উপরে তুলে রাখার জিনিস, কারণ সর্বত্রই মিথ্যাচারের ছড়াছড়ি!
আমাদের মূল্যবোধকে আরো একটু জাগাতে হবে। এই মিথ্যাচারের কারণে আমাদের আশপাশের শিশুরাও প্রভাবিত হচ্ছে তারাও বুঝতে পারে কোনটা সত্য আর কোনটা মিথ্যা। যুগের সঙ্গে তাল মেলাতে আমরা তথ্যপ্রযুক্তিকে অবশ্যই ভালো কাজে ব্যবহার করবো। তা যেন অন্যের কাছে নিজের ভাবমূর্তি নষ্ট না করে। আশা করি, আমরা সবাই সচেতন হবো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


