ও আমার দেশরে
তোর গাঙের পানে পরান টানে রূপের তো নাই শেষরে
ও আমার দেশরে ।
ও আমার দেশরে
তোর কূল ঘেঁষিয়া পরান মাঝি ভাটির টানে ঊদাস আজি শিশির সিক্ত কেশরে
ও আমার দেশরে ।
ও আমার দেশরে
তোর সবুজ ঘাসের কচি ডগায় বাতাস দুলে এ গায় ওগায় ক্লান্তির নাই লেশরে
ও আমার দেশরে ।
ও আমার দেশরে
তোর মাটির ঘরে মায়ার বাঁধন মাটির চুলায় বধুর রাঁধন ঘোমটা পরা বেশরে
ও আমার দেশরে ।
ও আমার দেশরে
তোর এপার উপার শস্যের মেলা আষাঢ় মাসে গাঙে ভেলা কতই খুশি হসরে
ও আমার দেশরে ।
গানে গানে লিখলাম
সুরুকার খুঁজছি....????
ছবিটা আমার ছেলে "সালেহিন নুর" এর আঁকা