“খুজে দেখা”
হঠাৎ ,
কেন যেন পুরনো সব জিনিস ঠিক আছে কিনা তা মিলিয়ে দেখেতে ইচ্ছা হল.
বসলাম মিলাতে,
কিন্তু মিলাতে গিয়ে বুকের ভিতরটা হু হু করে উঠলো,
জীবনের অতি মূল্যবান একটা জিনিস খুজে পাচ্ছি না.
সব খুজে তুলপার করলাম কিন্তু কই,
কই আমার সেই মুখে লেগে থাকা হাসিটা আর খুজে পেলাম না
কোথায় কবে যে হারিয়ে গেছে জীবন থেকে মনে পরে না,
হয়ত হারিয়ে গেছে কোন এক সর্বনাশা প্রলোয়ংকরি
ঘূর্ণীর ঘূর্ণীরপাকে
কিন্তু আমি হাল ছারিনি,
হারিয়ে গেছে তো কি হয়েছে,
আবার বপণ করবো বীজ,
এই জীবনের ক্যানভাসে আবার ফুটিয়ে তুলবো তাকে.........
আরেকটু এগুতেই বুকরে বা দিকটার পাজরে হাত পরলো
কি,কি যেন নেই একটা
হঠাৎ বুকটা ধক্ করে উঠলো
(একটু হেঁসে)ও হূ্দপিণ্ড,
এটা তো আমারি নিজ হাতে তুলে দেওয়া আরেক জন কে
হা হা,কি যে ভোলা মন হয়েছে আমার সব গুলিয়ে ফেলি
আগের মত তো আর সেই চাপা কলির মত কমল মুখ খানা
দেখতে পাই না চোখের সামনে যার মুখের পানে তাকালেই সব
ক্লান্তি দূর হয়ে যেতো আমার,
কল্পনাতে মনে করতে গিয়ে সব গুলিয়ে ফেলি.
সব জিনিস খালি হলেও একটা জিনিসে পরিপূণ আজ আমি
সেই দিনের সেই স্মৃতির ফুলঝুড়ি।
সর্বশেষ এডিট : ২৮ শে নভেম্বর, ২০০৮ রাত ৮:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




