“স্মৃতির যন্ত্রণা”
পুরনো সব বই খাতার সাথে সের দরে বিক্রি করে দিয়েছি স্মৃতি লেখার ডায়েরিটা।
কারণ ডায়েরির মত আমারও এই স্মৃতির ভার বহন করতে কষ্ট হচ্ছিল ,
তোমার নিজ হাতে গড়া স্বপ্নের স্মৃতি ,এখন শুধু দুঃস্বপ্নের সুর হয়ে কানে ভাসে।
স্মৃতির পাতায় ছিল খোলা আকাশের নিচে বৃষ্টিতে ভিজে আনমোনা হয়ে যাওয়া ,ছিল তোমার কাছ থেকে পাওয়া কত মধুর স্মৃতি,ছিল কত বেদনার বুক ভাংগা দুখের স্মৃতি তোমার কাছ থেকে পাওয়া...
ডায়েরির কত পাতা হাসি দিয়ে লেখা
কত পাতা লিখতে গিয়ে চোখের জলে ভিজে উঠেছে,মুছেছি আবার লিখেছি
কিন্তু হায়, স্মৃতির পাতা বিক্রি করে দিলেই কি ,মনে যে স্মৃতি গেথে আছে তা মুছে ফেলা যায় ,নাকি মুছে ফেলতে পেরেছে কেউ কোন দিন
স্মৃতি মুছতে গিয়ে নতুন করে স্মৃতি হলো, স্মৃতি বিক্রি করার যন্ত্রনা ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




