“ তোমার উপহার”
তোমার দেওয়া জিনিস গুলো এখন আর ফেলতে পারি না জমিয়ে রাখি,জমিয়ে রাখি সযতনে।তাইতো আমি এখন কষ্ট জমাই।তোমার দেওয়া ছোট ছোট কষ্ট গুলো জমাতে জমাতে এখন অনেক জমে গেছে ।প্রতিটি শিরা-উপশিরার প্রতিটি রক্ত বিন্দুতে কষ্টতে আজ পরিপূর্ণ।এখন আর প্রান খুলে নিঃশ্বাস নিতে পারি না,নিঃশ্বাস থেমে গিয়ে আটকে আসে।
পাহাড় কে বলেছিলাম কষ্ট নিতে ,নেয়নি ,ফিরিয়ে দিয়েছে ,বলে তোমার কষ্ট রাখলে উপচে পড়ে যাবে সাগরে।
তাই গিয়েছিলাম সাগরের কাছে কষ্ট জমা দিতে,তার প্রতিদিনের কষ্টের কান্নার পানিতেই টুবু টুবু ছিল সাগরের প্রতিটি কূল,আমার কষ্ট রাখার সাহস হয়নি তার,তাহলে নাকি পৃথিবীর বাকি স্থল ভাগ টুকুও থাকবে না ।
আমিই ফিরে এসেছি ,কারণ সেখানে তোমার অস্তিত্বই বিলীন হয়ে যাবে।
থাকনা তোমার দেওয়া কষ্ট আমার কাছে ।
আমিই না হয় ,তোমার জন্য নিঃশ্বাস বন্ধ করে একাই শ্বাস কষ্টের যন্ত্রণায় ছটফট করবো জীবনের বাকিটা সময়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




