মাসের শেষে দুটি টাকা হাতে আসে
এক টাকার কিনতে হয় খাদ্য আর প্রয়োজনীয় জিনিস
আর বাকি এক টাকার সুখ কিনি সবার জন্য
চলে যায় ভালই তার পরেও প্রতি মাসে বকেয়া পরে যায়
বার বার ভাবি এ মাসে আর বকেয়া বাধাবো না
কিন্তু দোকানদার যেন এক রকম জোড় করেই দিয়ে দেয় ব্যগে পুরে
বলে স্যার পরের মাসে সোধ করে দিয়েন
এই বকেয়ায় যা কিনি সব আমার নিজের জন্য অন্য কারোর সাথে ভাগাভাগি করি না ,হয়তো আমাকে স্বার্থপর ভাব বে এই পৃথিবী
এই বকেয়ার মূল্য সুখ কেনার চাইতে বেশি হয়ে যায়
প্রতি মাসে জমতে জমতে ঋণ এর বোঝা অনেক ভারি হয়ে গেছে আর সোধ দিতে পারবো না এই বকেয়ায় কষ্ট কেনার মূল্য
সারা জীবন ঋণি থেকে যেতে হবে
এই ঋণ নিয়েই পারি দিতে হবে হয়তো জিবনের বাকিটা পথ।
হায় আমি ঋণি...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




