কিছুটা থেকে যায়
বিষণ্ণ ক্ষণগুলো
হাসিতে উড়ে যায়।
কখনো ভেসে যাওয়া
কখনো ফিরে পাওয়া
অযথাই হেসে খেলে
সময়ের গান গাওয়া।
মিটিমিটি কথাগুলো
আনমনে সুর খোঁজে
রাত ভোর অকারণ
উল্লাসে চোখ বোজে।
অনেক মন খারাপের মুহূর্তে যখন সমস্ত পৃথিবীটাকে জঘন্য মনে হয় চেনা জগৎ থেকে পালিয়ে দূরে কোথাও চলে যেতে ইচ্ছে করে, আমার আমিকে ভুলে যেতে কিংবা অন্যভাবে খুঁজে পেতে ইচ্ছে করে তখন ব্লগ বা facebook-এ বসা। চেনা অচেনা কিছু মানুষের সাথে অযথাই আড্ডা দেয়া অযথাই ঝগড়ায় মেতে থাকা। তারপর কখন যে এই অচেনা মানুষগুলো ধীরে ধীরে অনেক কাছের বন্ধু হয়ে গেল। ওদের কষ্টে আমারও কষ্ট হতে শুরু করলো, ওদের খুশিতে আমিও খুশি হতে শুরু করলাম, কেন জানিনা। তার মাঝে কিছু মানুষ এতো কাছে চলে এলো, মনে হয় জন্ম থেকেই ওদের সাথে পরিচয়।
রক্তের বাঁধন নেই
তবু আত্মার সাথে বন্ধুত্ব
মনে হয় আত্মার আত্মীয়।
মিষ্টি শাসনে ভুলগুলো ধরিয়ে দেয়া আর অনেক কষ্টের সময় আমার বকবকানি শুনে একটুও বিরক্ত না হয়ে আমাকে সামলে নেয়া এই মানুষগুলো!
চাঁদের বুড়ি
বুড়িরা এই এতো সুইট হয়!
তবে ইসরা আপুর সাথে ঝগড়ার মজাই আলাদা!
এইটাও চাঁদের বুড়ি তবে ভয়ংকর বুড়ি
বেশী ভাললাগে শুশি আপু যখন শাসায়, হিহি!
আমিও কম না, এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে!
এটা সরল বুড়ি
বেচারীকে জ্বালাতে এত্তো এত্তো ভাল লাগে!
পণ্ডিত ভাইয়া
[ভাবের রাজা পণ্ডিত ভাইয়ার লিংক দিবোনা....কি থেকে কি হয়!] :-&
সর্বশেষ এডিট : ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৯:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



