তারে ছুঁয়ে গল্প লেখো
সে গল্পে প্রান ছড়াবে
মিহি মিহি সুখ,হাসি,কষ্ট ছড়াবে
তাকে ঘিরে স্বপ্ন দেখো
সে স্বপ্নময় জগতে হেটে বেড়াবে।
ভোরের আলোকে তার হাসির জন্য উপেক্ষা করো
সে আরো হাজার ভোর তোমার পায়ে লুটিয়ে দেবে।
বলে দাও তাকে সে জোছনার আলো
সে মোহময় প্রতিটি ক্ষন দিবে
শুধু তার পাশে যেও না
তার ভিতরের কোমলতা স্পর্শ করোনা
সে জগতের আগুন লালন করে তার কোমল মনে
তার চোখের ভিতর তাকিয়ে মুগ্ধ হয়ে ভাবো
এ বুঝি সুন্দরের প্রতিমা!
এ বুঝি প্রেমের মহিমা!
আর একবার তাকাও পথিক
আর একবার দেখ
ভালো করে খুঁটিয়ে দ্যাখো !!
অনেক যতনে সে এই চোখে ধ্বংস লুকায়
তার আরশীর ছায়ায় সে শুধু একটি অগ্নী মূর্তি দেখে
সে শুধু একবার পৃথিবীর ধ্বংস দেখতে চায়
সে জানতে চায় পৃথিবীর ধ্বংস কতোটা তাকে অতিক্রম করে।
সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



