পিনাকী ভাট্টাচার্যই ভারতের আসল দালাল-- দেব দুলাল গুহ।
.
'হ্যামিলনের বাঁশিওয়ালা' যেমন বাঁশি বাজিয়ে শহরের সব ইঁদুরকে ঘরবাড়ি থেকে বের করে পানিতে ফেলেছিলো, তিনিও তেমন সামাজিকমাধ্যমে উস্কানি দিয়ে দেশের উগ্র 'র্যাডিকাল' গোষ্ঠীকে দিয়ে দেশজুড়ে নানা ধ্বংসযজ্ঞ চালাচ্ছেন। ফলে, তাদের স্বরূপ জনসমক্ষে বেরিয়ে আসছে, তারা কারা তা জানছে বিশ্ব।
.
কিছুদিন পরেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির আমেরিকা সফর। তার আগে 'বুলডোজার ভাংচুর কার্যক্রম' পিনাকীর আরেকটি মাস্টারস্ট্রোক। তার ডাকে বঙ্গবন্ধুর বাড়ি, শেখ হাসিনার স্বামীর বাড়িসহ দেশজুড়ে যে ধ্বংসযজ্ঞ আবার নতুন করে হলো, তা আদতে আওয়ামী লীগকেই বিশ্বব্যাপী সিমপ্যাথি দিলো। গত ১৫ বছরের অপকর্মের ইতিহাস ভুলে দল-মত-ধর্ম নির্বিশেষে সাধারণ ও শিক্ষিত মানুষ এখন আরও বলতে শুরু করেছে "আগেই ভালো ছিলাম"।
.
৫ অগাস্টের পর নতুন করে এই ধ্বংসযজ্ঞে উস্কানি দিয়ে নরেন্দ্র মোদিজির হাতে জ্যাকপট তুলে দিয়েছেন পিনাকী। এখন তিনি বাংলাদেশে এই ব্যাপক ধ্বংসযজ্ঞের ভিডিও ফুটেজ দেখিয়ে মার্কিন প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্পকে বলবেন, "আপনি কি চীনকে চাপেও রাখতে চান আবার জ*ঙ্গীমুক্ত দক্ষিণ এশিয়া চান? তাহলে আমাকে দায়িত্ব দিন"। সাথে তিনি 'নারায়ে তাকবির' ধ্বনির সাথে ধ্বংসযজ্ঞ ঘটানোর সময় তাদের ওড়ানো কালো পতাকাটি দেখিয়ে মার্কিনিদের ইসলামফোবিয়াটা আরেকটু বাড়িয়ে দিবেন ও কাজে লাগাবেন। তখন ট্রাম্প মোদিজির উপরেই ভরসা রাখবেন; বলবেন, " আপনার প্রতিবেশী তো, দেখেন যা ভালো মনে করেন!"

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



