সাবেক রাষ্ট্রপতি ও সাবেক স্পীকার জনাব আবদুল হামিদ চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সময় দেশের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন, ইন্টারপোলের মাধ্যমে তাঁকে ফিরিয়ে আনবেন।
ইন্টারপোল লাগে নাই, তিনি নিজেই চলে এসেছেন।
এখন তাঁকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না?
স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, ওয়ারেন্ট না থাকায় আবদুল হামিদকে গ্রেপ্তার করা যাচ্ছে না!
একদিন অচিরেই এভাবে শেখ হাসিনাও ফিরে আসবেন, এসে নিজেকে দেশের প্রধানমন্ত্রী দাবি করবেন। বলবেন, "জীবন বাঁচাতে আমি সেইফ জোনে গিয়েছিলাম। আমি পদত্যাগ করিনি। এখন বিপদ কেটে গেছে। আমাকে দায়িত্ব বুঝিয়ে দিন।"
শেখ হাসিনার পদত্যাগপত্র ১০ মাসেও কেউ দেখেনি বা মিডিয়া-ফেসবুকেও আসেনি।
তাছাড়া সংবিধানের ১২তম সংশোধনীতে বেগম খালেদা জিয়া এনেছেন ৫৭ অনুচ্ছেদ, যা বলছে-- প্রধানমন্ত্রীর পদত্যাগের পর পরবর্তী প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত আগের প্রধানমন্ত্রীই দায়িত্বে থাকবেন।
কাজেই, যদি ধরেও নেওয়া হয় পদত্যাগপত্র ছাড়াই দায়িত্ব হস্তান্তর হয়েছে,
তবুও শেখ হাসিনার প্রধানমন্ত্রী হিসেবেই ফিরে আসার সুযোগ রয়ে গেছে।
এখন বলবেন এই সংবিধান মানেন না?
মানতেই হবে। কেননা এই সংবিধানকে শিরোধার্য মেনে এই সংবিধান অনুযায়ীই অন্তর্বর্তীকালীন সরকার মহামান্য রাষ্ট্রপতির নিকট হতে দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছেন। এই সংবিধান না মানলে তাই সরকারই অস্তিত্ব সংকটে পড়ে যেতে পারে।
দেব দুলাল গুহ -- দেবু ফরিদী