
বালতিতে করে ধন্যবাদ ফিরিয়ে নিয়ে চলে যাচ্ছে মির্জা ফখরুল -
রাজনৈতিক প্রতিনিধি
বাংলাদেশের সমুদ্র জয়ের পর সরকারকে দেয়া ধন্যবাদ ফিরিয়ে নিলো বিএনপি। কিছুদিন আগে মায়ানমারের সাথে সমুদ্রসীমা মামলায় বাংলাদেশ জয়লাভ করার পর বিএনপি আনুষ্ঠানিকভাবে সরকারকে ধন্যবাদ দিয়েছিলো। সরকার ধন্যবাদ নিয়েছিলো। কিন্তু এক সপ্তাহের বেশি সে ধন্যবাদ সরকার রাখতে পারলো না। বিএনপি আবার তা ফিরিয়ে নিলো।
আজ সকালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল নিজ হাতে ধন্যবাদকে ফিরিয়ে নিয়ে চলে যান। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ধন্যবাদকে নিয়ে সিএনজি করে বিজয় স্মরণী হয়ে চন্দ্রিমা উদ্যানে যান। সেখানে ধন্যবাদ জিয়ার মাজার জিয়ারত করেন। তারপর আবার ফখরুলের সাথে ধন্যবাদ গিয়ে উঠেন সিএনজিতে। এরপর সিএনজি চলতে থাকে। সিএনজির ভেতরে মির্জা ফখরুল ধন্যবাদকে আদর করতে থাকেন। এ সময় ফখরুলের গলা জড়িয়ে ধরেন ধন্যবাদ।
বাংলা মোটরে জ্যামে পড়লে তৃষ্ণার্ত ধন্যবাদকে বেলের শরবত খাওয়ান মির্জা ফখরুল। এ ক’দিন ধন্যবাদকে ঠিকমতো খেতে দিয়েছে কিনা, ঘুমানোর সময় মশারি টাঙিয়ে দিয়েছে কিনা- এসব প্রশ্ন করতে করতে সদর ঘাটের দিকে যাচ্ছিলেন ধন্যবাদ এবং মির্জা ফখরুল। এক পর্যায়ে ফখরুলের বুকে বিলি কাটতে কাটতে ধন্যবাদ প্রশ্ন করলেন, “আপনি কেন হঠাৎ করে আমাকে সরকারের ঘরে পাঠালেন? ওরা ভালো না!” এসময় আবেগাপ্লুত হয়ে পড়েন মির্জা ফখরুল। কোনমতে চোখের পানি কন্ট্রোল করে আর কখনো কোন কিছু না বুঝে সরকারের ঘরে না পাঠানোর অঙ্গীকার করেন। তিনি বলেন, “ওরে… আর কাঁদিস না। তোকে পাঠানোর পেছনে শুভংকরের ফাঁকি ছিলো। আর কখনো তোকে আমরা পাঠাবো না রে…!”
এক সময় সিএনজি গিয়ে থামে সদরঘাটে। এরপর ধন্যবাদকে দু’টো ললিপপ কিনে দিয়ে সাথে করে নিয়ে আসা নৌকায় উঠেন মির্জা ফখরুল। নৌকা চলতে থাকে কাংখিত গন্তব্যে। বুড়িগঙ্গার বুকে মির্জা ফখরুল লগি চালাচ্ছেন, আর ঘরের ছেলে ধন্যবাদ ঘরে যাচ্ছেন। পেছনে পড়ে রইলো দু:সহ একটা সপ্তাহ!
সুত্র:দৈনিক মগবাজার
সর্বশেষ এডিট : ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




