তবে কি আকাশ আজ কাঁদছিল ?
মুষলধারে পরা বৃষ্টির আওয়াজ শুনে মনে হচ্ছিল আকাশ আজ কাঁদছে !
আকাশ কি আজ আমার জন্য কাঁদছিল?
আমার পক্ষে কাঁদছিল?
কারণ আজ আমি কাঁদতে পারিনি!
শত চেষ্টা করে হাজারও ব্যাথার মাঝে আমি আজ কাঁদতে পারিনি!
কেমন এক শূন্যতা চারিপাশে,
ঘন কুয়াশায় আচ্ছন্ন দিনের মত ঝাপসা সবকিছু....
আসলে কি হয়েছে হয়ত আমি বুঝি নাই তাই কাঁদতে পারিনি....
নাকি অনেক বেশী কষ্ট পেলে মানুষ কাঁদতে ভুলে যায়?
আচ্ছা কষ্টে রং কি?নীল না ধূসর?
আজ আকাশটাকে দেখেছি কখনো নীল কখনোবা ধূসর....
কখনো মনে হয় নিজেকে বুঝতে কি ভুল করেছ ?
নাকি নিজেকে এখনো বুঝতেই শিখিনি !
বার বার এই প্রশ্ন করি মনের কাছে...
হাজারও প্রশ্ন উঁকি দেয় মনের জানালা দিয়ে.....
যদি কখনো প্রশ্ন গুলো মনকে করি.....
এই মন থাকে নীরব নিশ্চুপ !
তবে কি এই সেই প্রশ্ন যার কোন উত্তর থাকে না ?
এখন চারিদিকে ঝলমলে রোদ........
বহুদূর থেকে আমি দেখছি.....
অসংখ্য কৃষ্ণচূড়া গাছ লাল বেশ ধারন করেছ.....
আকাশে মুক্ত পাখির বিচরণ...
আর..........আমার দু চোখে দু ফোঁটা অশ্রু......
তবে কি এই রোদেলা দুপুর দিয়ে গেল আমায় দু ফোঁটা অশ্রু !
........যা তখন বৃষ্টি আমায় দিতে পারিনি!!
সর্বশেষ এডিট : ৩০ শে আগস্ট, ২০০৭ রাত ১১:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




