প্রায় একথা মনে করি .....
যদি তুমি আমার হতে !
আজ তুমি হতে তো ......
হতে তুমি মোর গোধূলীর স্বপ্নের রং...
হতে তুমি মোর জোছনা রাতের চাঁদ...
হতে তুমি মোর মনের সব না বলা কথা.....
অপেক্ষার প্রহরগুণে ক্লান্ত চোখের পাতা.....
আকাশের নীলিমা ম্লান হয় ,
সকালে ফোঁটা ফুলেরা ঝরে যায় ,
উদিত রবি অস্তমিত হয় ,
শুধু তুমি থাকনা আমার পাশে !
গগণে তারার মেলায় পূর্ণিমার সুধাংশু ,
জীবনে শুধুই তোমাকে ভালবাসতে চেয়েছি !
অভিমানে সারারাত জলে চোখ ভিজিয়েছি ....
নেই শুধু মোর সেই তুমি !
রজনী গভীর তিমিরময় হয় প্রভাতের আশায় ,
থাকি শুধুই স্বপ্নীল পূর্ণতার অপেক্ষায় ...........
আমি এবং আমার একাকীত্ব !!
সর্বশেষ এডিট : ৩১ শে আগস্ট, ২০০৭ দুপুর ১২:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




