আজ গোধূলী বেলায় মনে পড়ে তোমায়
তোমার দেখা স্বপ্নগুলো আজ কল্পনাতে সাজায় ।
তোমার কি মনে আছে আমাদের সেই প্রথম দেখা...
অসংখ্য মানুষের ভিড়ের মধ্যে একে অন্যকে খোঁজা...
অবশেষে তোমার দেখা পাওয়া...
একগুচ্ছ গোলাপ হাতে তোমার বলা প্রথম কথা
“এই প্রথম দেখা কি ভোলা যাবে কখনো?”
কি অদ্ভুত অনুভূতি ছিল তা !!
অবাক কোন বিস্ময়ে একে অপরের দিকে চেয়ে থাকা....
শুরু হলো আমাদের পথচলা ...
কতই না স্বপ্নময় এই পথচলা ...
গন্তব্যের খোঁজ এ আমরা পথ চলছি...
প্রতিদিন কতই না নতুন স্বপ্ন দেখছি !
তোমার কি মনে আছে আমাদের সেই প্রথম হাত ধরে হাঁটা...
আমার লাজুক চোখে তাকিয়ে তোমার একটু মুচকি হাসা...
হঠাৎ ভিড়ের মধ্যে অজানা কোন ভয়ে একটু কেঁপে ওঠা।
আজ এই ছোট ছোট স্মৃতিগুলো মনকে নাড়া দিচ্ছে খুব...
মনে হচ্ছে ছুটে চলে যায় তোমার কাছে...
অপলক চোখে তোমায় দেখি...
তোমার বুকের মাঝে মুখটা লুকিয়ে রাখি...
কতই না মধুর মধুর স্মৃতি আর
নতুন নতুন স্বপ্নের মাঝে চলেছি আমরা...
এই জীবন কতো কিছুই না দেয় আমাদের ...
সপ্ন দেখতে শেখায় ,নতুন করে বাঁচতে শেখায় ।
আমার জীবন আমাকে দিয়েছে তোমায় ...
জীবনের কাছে আমার পরম পাওয়া “তুমি আমার ভালবাসা”।


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




