কি হল বুজলাম না,কেবল মনে হল এখনি কাজটা করা উচিত।তাই করলাম।কেন যেন এক আনন্দ অনুভব করলাম।কেন এখন সেটা বলটে পারব না।শুধু মনে হল বেছে গেছি।বলছিলাম আমার facebook account টা বন্ধ করার কথা।ক দিন হল এটা আমার বিসের কাটা হয়ে ছিল।আমার কিছু বন্ধু যেন facebook এর maniac হিসেবে আমার কাছে ধরা দিল।,status এ like না দিলে রাগ করে,comment না করলে বলে কি ভাব বেরেছে?offline এ থাকলে বলে online এ আয়,ভেবে পাই না সারাদিন university তে দেখা হছে,একসাথে ক্লাস করছি,আড্ডা দিছি আর কি বাকি থাকি?সাথে আছে অকারনে বিভিন্ন ছবিতে tag করার হিড়িক,সব মিলিয়ে আমি খুব অস্বতিকর অবস্থায় পরেছিলাম,আর বিশ্বকাপটা শুরু হয়ে ত অবস্থা রিতীমত যুদ্ধ,এভাবে আর টিকতে পারছিলাম না,আমার গোড়ামিতে বিশ্বাস করি না,কিন্তু আমাদের জীবনটা এখন এতটা virtual হয়ে যাই নি যে আমাদের এভাবে জীবন যাপন করতে হবে।social networking application হল এমন এক ধরনের application যা দিয়ে বহুদুরে থাকা কোন বন্ধুর সাথে যোগযোগ করা যায়,মদ্দা কথা কার সাথে বহুদিন ধরে দেখা নেই,এমন অথবা প্রিয় কোন ছবি যা আমি সবার সাথে শেয়ার করতে চাই এমন ধরনের কাজ করা যায়।সেদিন এক আমার এক বন্ধু আমার আরেক বন্ধু কে বলছে "তুই facebook use করিস না তুই এত খেত কেন?"ভেতরটা পুড়ে গেল,কিন্তু সেখানে যে সব facebook user বন্ধুরা বসে আছে,তাই কিছু বলার সাহস পেলাম না,তবে নিজের account টা disable করার মত সাহস পেলাম।আমি facebook maniac হতে চাই না,আমার মনে হয় এই সমস্থ আচরনের বিরুদ্ধে কথা বলার সময় এসেছে।তাহলে এই জন্যই কি facebook বন্ধ হবার পর সবাই চিৎকার করে এর বিরুদ্ধে স্লগান দিয়েছিল।সামাজিকতা রক্ষার নামে একি করছি আমরা,একবার কি আমাদের ভেবে দেখা উচিত নয়,সুন্দর মেয়ের profile দেখলেই যে তাকে বন্ধু বানাতে হবে এমন তাহলে আমাদের সামাজিকতা,এমন সমাজকে ধিক।আমার লেখা দিয়ে যদি কাউকে কষ্ট দিয়ে থাকি তার জন্য দুঃখিত।ভাল বা খারাপ যাই লাগুক বল্বেন,আমি আমারটা বললাম,আপনি কেন আপনারটা বলবেন না!!!!!!!!!!!!!!
হয়ত আবার লিখব,বিদায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




