উপাসনায় দ্বৈততা আনি না
ভাগ করা জালের কারবারে বিশ্ব্বাসী নই
একমুখী পৃথিবীর পুরিষে আচ্ছাদিত একমুখী সাপ
মাথা কেটে দিতে চাইলে করব চরম প্রতিরোধ
জীবনের শেষ শক্তি দিয়ে লড়াই চালাব ।
পরাজিত হলে জানি ,মাথা কেটে নেবে তুমি,
বিজয়ের কৃষ্ণ গর্বে তুমি জানবেও না
হাইড্রা বহুমুখী সুবাস ছড়াচ্ছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




