মাত্রাজ্ঞান নেই, শ্লীল অশ্লীল বুঝি না
রজমতি বালিকাকেও ডাক দেই অজান্তে
জিরাফসদৃশ্য প্রাণিটা সেই কবে থেকে বুভুক্ষু
য়াযুয মাযুযের মত খেয়ে ফেলতে চায় সব ।
সুহাসিনীকে আমি ডাকি, বলি-
লতার মতো তোমার হাতখানা আমায় দাও
তালির শব্দ শুনতে পাই মনের ভেতর তার- কিন্তু
"না" বলে সে ঘোষণা করে আমার পরাজয় ।
তামা লোহা এসবের দিন শেষ
মাটির মানুষ এখন অনেক শক্তিশালী
নদীর বুকে এখন সহজেই চর পড়ে
না পাওয়া মন বেশী দিন অতৃপ্ত থাকে না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




