প্রিয়তমা,
অপেক্ষায় আছি।
মুঠোফোনের বন্ধন ছিন্ন করা মানেই কি বন্ধনহীনতা?
তার আগে তোমার বাবার রুমে থাকা টিএনটি ফোনের লুকোনো আলাপচারিতা?
তারও আগে লুকিয়ে লুকিয়ে ফুলার রোড- রমনায় দেখা করা?
তার তারও আগে পৃথিবীর সকল আবেগ একসঙ্গে জড়ো করে লিখা আমাদের চিঠিগুলো?
তার তার তারও আগে তোমার বাসার সামনে দাড়িয়ে থাকা অসুখী কিশোরের সাথে দৃষ্টি বিনিময়?
তার তার তার তারও আগে ভাবালু ছেলের অবলোকনের রক্তিম আভাস, ফুটে উঠত যা তার মুখায়ববে?
মুছে ফেলা যাবে আমাদের চিন্তার সমান্তরাল খেলা, যা আমরা খেলতাম আমাদের কল্পিত ইথারে?
আমরা কী বিচ্ছিন্নতার বৈশিস্টধারী?
কখনো কী ছিলাম?
আমাদের পরস্পরের কাছ থেকে দূরে সরে যাওয়া যে আমাদের কাছে আসার নিমিত্ত মাত্র।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




