------আজব দেশ------
আজব দেশে,আজব রাজা,
বড়ই অদ্ভুদ আইন কানুন।
কেমন তাদের চাল-চলন,
একটু নাহয় আজ শুনুন।
হাসলে পরে বিপদ আছে,
কাটা হবে চুল,
কাঁদ যদি বুক ভাসিয়ে,
তবেই পাবে ফুল।
গান গেওনা সুর দিয়ে ভাই,
পাছে ধরতে হবে কান,
সদুপদেশ কখনো কাওকে দিলে,
নেওয়া হবে প্রাণ।
নদী দিয়ে চলবে গাড়ি,
রাস্তা মাঝে ভাসবে নৌ।
যুবতিরা থাকবে ঘরে বসে,
কেবল বৃদ্ধারাই সাঁজবে নতুন বউ।
শীতের দিনে থাকবে উদোম-বুদোম,
গরমেতে পরবে সোয়েটার ।
নতুন কাপড় পরবে যে,
শিকল বাঁধা হবে পায়ে তার
পড়া-লেখা করবে বোকা,
মুর্খরাই সেথায় বুদ্ধিমান।
আদালতে উঠলেই হবে ফাঁসি,
লাগবেনা হায় কোন প্রমাণ।
রাত্রি-নিশি থাকবে জেগে,
ঘুমাবে সকাল-বিকেলে,
উল্টো-পাল্টা করবে যে,
পঁচা বৃহস্পতি আছে তার কপালে।
গরু-মহিষ যে খাবার খাবে,
তোমাকেও তা খেতে হবে,
সবাই মানুষ,সবাই পশু,
মিলে-মিশে সবাই রবে।
আজব দেশে যাইনি আমি,
এবার যাব বলে ভাবছি।
নেইতো আজ মাঘের শীত,
তবুও কেন যেন খুব কাঁপছি
মীর ইমাম
৩১/০৫/২০০৭ ইং
--------------------------------------------------------------------
অফটপিক;- একটা ফোরামে অনেক ছড়া/কবিতা দেওয়ার পরে ,,,একজন এই লেখায় মন্তব্য করে ছিলেন ,"RONG nice poem..
bhai jaan, apne ar deri koren na, ta na hole, onno keo apnar ai poem gula niye boi ber kore felbe, tokhon ar apnar kisu korar thakbe na... tai shomoy thakte apni age vagei boi ber koren apnar kobita gula niye.
ami apnar boier 4 copy kinbo... 1 ta amar friend er jonno, 1 ta amar baba-mar jonno, 1 ta amar choto boner jonno ar 1 ta amar jonno "
(সেদিন যা পেয়েছি,তাতেই আমি খুশি,,,,,আমার আর কোন চাওয়া নেই)
*আরেকটা কথা,,,,,যারা অন্যের লেখা চুরি করেন তাদের আমার বলার কিছুই নেই (কারণ আমার দৃষ্টিতে তারা মানষিক ভাবে অসুস্হ)
------------------------------------------------------------------
সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




