আমি রান্না করুম।
রান্নার মেন্যু হইল- মোরগ পুলাও,চিংড়ি ফেরাই,বেগুন ভাজি,নিরামিষ,পটল ভাজি,ডিম ভুনা......সাথে ভাত আর আলু ভর্তাও থাকব।
(দ্যাশের বাইরে চইলা যাইব কিনা,তাই ভাত-আলু ভর্তার মায়া ছাড়তারসে না
আমি রান্না করুম মোরগ পুলাও,চেংড়ি ফেরাই আর ইস্পিশালি আলু ভর্তা
বাকিডা মা-য় করব
আল্লা জানে খাইতে পারব কিনা!
তয় আশার কতা হইল,পরের দিনই চাচা কুরিয়া মাইনে কোরিয়া চইলা যাইতেসে......তাই আমার রান্না খাইয়া বাড়িতে আসা বন্ধ করল কিনা সেইডার টেনশন নাই
আর মাইর খাওনের চান্সও নাই
ইয়াহহহহহহহহহহহু

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




