অবশেষে এল সেই কাঙ্খিত দিন। ব্রিটিশ বাবজিদের কাছে ইন্ডিয়া হল ধবল ধোলাই, তাও আবার তাদের স্বাধীনতার মাসে। আহা.....কি সুখ, কি শান্তি। ইন্ডিয়া হারু মুবাROCK!!!
তারা খেলতে গিয়েছিল সদ্য বিশ্বকাপ জিতে, টেস্ট প্লেয়িং টীমগুলোর এক নম্বর টীম হিসেবে। ললজি
ইন্ডিয়া WHITE WASH হলে ইফতার পার্টী দিব বলেছিলাম। আজ সেই ইফতার পার্টী। তাই, নিচে ইফতারের কিছু মজাদার আইটেম দিলাম। যার যার পছন্দমত আইটেম নিয়ে ইফতার কর, পরে জানিও কোন আইটেম এর কেমন টেস্ট ছিল।
ইফতার আইটেম-----
*শেবাগ ঝাল ফ্রাই
*মিশ্রের ছোলা-মুড়ি
*দ্রাবিড় লাবাং
*আরপি শরবত
*ইশান্ত বেগুনি
*ধোনি পিঁয়াজু
*গম্ভীর চপ (আলু)
*রায়না হালিম
*লক্ষণ জিলাপি
*শ্রীশান্ত চপ (সবজি)
*টেন্ডুলকার তেতুল চাটনি (ইন্ডিয়াকে দেখতে পারেনা তবে টেন্ডুলকারের ফ্যান, এমন পাবলিকের কাছে ক্ষমাপ্রার্থনা পূর্বক। যেহেতু উনি একজন টপক্লাস প্লেয়ার, তাই শ্রদ্ধাকরে তাকে আমার সবচেয়ে ফেবারেট আইটেমটাই দিলাম।)
আশা করছি ইফতারের এমন সব মজাদার আইটেম দেখে পার্টিটা ভালোই হবে। সবাইকে আবারো ইন্ডিয়া হারু মুবাROCK!!!
বি.দ্র - ~যারা ব্লগটি দেখবেন তাদেরকে নিজ দ্বায়িত্বে ব্লগ দেখার আমন্ত্রন জানাতে পারলেও যদি অপমানিত হয়ে থাকেন, তবে তা অবশ্যই নিজ দ্বায়িত্বেই হবেন।
~কোন ধরনের ব্যক্তিগত আক্রমন কাম্য নয়।
~৭১'এর সেই বহুল ব্যবহৃত ইন্দিরা গান্ধী কর্তৃক হেল্পের যুক্তি না দিলেই খুশি হব।
~শেয়ার করার পূর্বে অনুমতি নেওয়া অবশ্য কর্তব্য।………..
সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০১১ বিকাল ৫:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




