ব্লগের জনপ্রিয়তা এবং প্রিয় ব্লগার বন্ধুটির সম্পর্কে জানার অদম্য আগ্রহের কথা ভেবে, প্রিয় ব্লগারকে জানতে, তার মুখে তার কথা শুনতে, তার পছন্দ-অপছন্দ, শৈশব-কৈশোর, স্বপ্ন, আশা-আকাঙ্খার কথা শুনতে ও শোনাতে; রেডিও ওয়ার্ল্ডে প্রথমবারের মত অনলাইন রেডিও, রেডিও আহা নিয়ে এল ব্লগ ও ব্লগারদের নিয়ে অনুষ্ঠান ব্লগারজ। যেখানে অতিথি হিসেবে থাকবেন আমাদেরই চিরচেনা কোন ব্লগার বন্ধু। শুধু তাই নয়, ব্লগে পোস্ট হওয়া রম্য রচনা ও গল্পও পড়ে শোনানো হবে এই অনুষ্ঠানে। তাই ব্লগারজ শুনতে আপনাকে লগ অন করতে হবে http://www.radioaha.com এ, প্রতি সোমবার বিকাল ৩টা-৫টায়। আর এতে সঞ্চালক হিসেবে থাকব আমি শারিকা।
ব্লগারজের ১ম পর্বের অতিথি হিসেবে এই সোমবার থাকছেন জনপ্রিয় নন্দিত ব্লগার প্রিয় শশী হিমু । তার মত আপনিও যদি চান এই অনষ্ঠানে অতিথি হয়ে আসতে (অতিথি হয়ে আসলে এই অধমেরই বরং একটু উপকার হত
***এই অনুষ্ঠানটি নিয়ে আপনাদের সবারই সহযোগিতা কামনা করছি।
আমার জন্যে দোয়া করবেন।
সবার জন্যে শুভেচ্ছা রইল।

সর্বশেষ এডিট : ১৩ ই নভেম্বর, ২০১১ রাত ১:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


