[টাইটেলে আস্তিক নাস্তিকের ব্যাপার স্যাপার দেখে যদি আপনার মনে হয়ে থাকে একটু হম্বতম্বি করে আসি পোস্টটাতে গিয়ে, তবে আপনাকে অত্যন্ত নিরাশ হতে হবে। অতীব দুঃখের সাথে জানাচ্ছি পোস্টটা শুধুমাত্র একটি বিয়েকে কেন্দ্র করে ঘটা নাটক নিয়ে, আপনার আগ্রহের রসদ এখানে নেই!!!
বিয়ের এই ঘটনা গতকালকের। পরিচিত এক আপুর বিয়ে ছিল গতকাল। তবে একেবারে বিয়ে কে কেন্দ্র করে হওয়া নাটকে যাওয়ার আগে একটু পিছনে যাই।
তমা আপু বা কনে কে এবং তার ফ্যামিলীকে বেশ কয়েকবছর ধরেই আমরা ফ্যামিলীগত ভাবে চিনি। বেশ ভালই বলা যায় ওরা। প্রায় ১৮-২০দিন আগে তমা আপুর ভাই বিয়ের কার্ড নিয়ে বাসায় আসে। স্বাভাবিকভাবেই আম্মু ভাইয়াকে জিজ্ঞেস করেছিল বর কেমন, কি করে, কথা কে আনল ইত্যাদি! জানা গেল বর কম্পিউটার ইঞ্জিনিয়ার। 'ওদের নিজেদের পছন্দেরই বিয়ে, শুধু একটাই ব্যাপারই ভাল ঠেকে নি।' আম্মু: 'কি?' ভাইয়া: 'বর নাস্তিক!'
আমি আবার এখানে মুখ ফসকে বলেছিলাম নাস্তিকেরা আবার বিয়ে করে নাকি?
এত গেল বিয়ের পিছনের কথা। এবার তবে বিয়েতে আসি।
গতকাল আমরা যখন কমিউনিটি সেন্টারে আসি তখনও বর আসে নি। আর আমরাও একটু আগে ভাগে গিয়েছিলাম। যেহেতু নাস্তিকের বিয়ে আর এরকম বিয়ে আগে কখনো এটেন্ডও করিনি তাই আগ্রহটা একটু বেশিই ছিল! তবে এটাও চিন্তা করছিলাম এখনকার ট্রেন্ডতো আবার বিয়ের দিন সকালে বিয়ে পড়িয়ে ফেলবার, তেমনটা যদি হয়ে থাকে তবে তো আশায় গুড়ে বালি। যাই হোক, ধড়ে প্রাণ পেলাম বিয়ে তখনও হয়নি শুনে।
বর আসল। খানিক পরেই বিয়ে পড়াবে তারপরে খানাপিনা। এটার জন্যেইতো এতক্ষণ অপেক্ষা করছিলাম! গেলাম বরের স্টেজের কাছে, কিভাবে এই বিয়ে পড়ায় দেখে আসি! এসে দেখি কাজি ততক্ষণে বিয়ের অনুষ্ঠানে খিচুড়ি রান্না শুরু করে দিয়েছেন।
এমন ঘটনা যে ঘটবে তাতো জানা কথাই, আর যাইহোক এরকম বিয়ে তো আর খুব প্রচলিত না আমাদের সমাজে। আর ঐদিকে চলছে কনেকে বকাঝকা এমন ছেলে পছন্দ করায়।
বর নাস্তিক, তবে এখনকার মত হুজুগে নাস্তিক না যারা কিনা ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে থাকে, উনি জেনুইন। এক ওকে জিজ্ঞেস করে যতটুকু জানা গেছে ২ পুরুষ ধরেই নাস্তিকতা মেনে আসছে। বরপক্ষের বিবাহিত মহিলাদের শাঁখা পলা সিঁদুর পরিহিত থাকায় বুঝলাম বরের অন্যান্য আত্নীয়স্বজন হিন্দু। এছাড়া বরের নাম অখিল মজুমদার, তা থেকেও আগে কিছুটা আঁচ করতে পেরেছিলাম!
বিয়ের নাটকে ফিরে যাই; কাজিতো রাজি হয়েছেন ঠিকই কিন্তু মোহরানার ব্যাপারটা নিয়ে লেগেছে বিশাল ভেজাল! বরপক্ষ মোহরানা দেবে না ওসব তাদের ধাতে নেই, এদিকে মেয়েপক্ষও ছাড়তে নারাজ দিতেই হবে মোহরানা।
ওদিকে কাজি গেছেন কনের কাছে সম্মতি নিতে এবং কনের পক্ষ থেকে মুসলিম রীতিতে বিয়ে হল অন্যদিকে বরের পক্ষ থেকে বলা হল, সমাজ গুরুজনকে সাক্ষী রেখে কনেকে স্ত্রী হিসেবে মেনে নেওয়া হল! কনের পক্ষ থেকে মুসলিম রীতি আর বরের থেকে নাস্তিকীয় রীতিতে বিয়ে শেষ হল!!!
এরকম একটা ড্রামা যে হবে সেটা আগে থাকতে ঐভাবে আন্দাজ করতে না পারলেও কিছুটাতো পেরেছিলাম! যাই হোক আস্তিক নাস্তিকের বিয়ে দেখার শখ তো মিটল! যা হয়েছে, হয়েছে। শেষ ভাল যার সব ভাল তার। তবে আসার পথে একটা কথা মনের মধ্যে সুঁই ফোঁকাচ্ছিল, ওদের বাচ্চারা তাহলে কি ধর্ম পালন করবে???............প্রশ্নটা রয়েই গেল!!!
সর্বশেষ এডিট : ১২ ই মে, ২০১২ রাত ১১:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




