প্রথমে জানতে চাই, SONIA এর উচ্চারন কি হবে? সোনিয়া না সানিয়া? সানিয়া হইলে আমার আবার এক্টু লুলের সমস্যা হয়।
যাই হোক বউদিদিমনি ঢাকা পৌচুলেন গেল রেতের বেলায়। রেতের বেলায় এয়ারপোর্টে আমাদের সবার প্রিয় পুতুল দিদিমনি গিয়ে বড় মাসীকে রিসিভ করেচে।

বউদিদিমনি বা পুতুল দিদির মাসী সোনিয়া আন্টি গেল রেতের বেলায় ছোনারগাঁও হোটেলে চিলেন। ছেকেনে উনাকে অনেক নিরাপত্তা দিয়ে নিয়ে গিইয়েচিল। মেইন রাস্তা দিয়ে না নিয়ে ক্যান্টমেনটের ভেতর দিয়ে নিয়ে গিইয়েচিল। রেতের বেলা ছিল বলে বউদিদিমনি কিচুই দেকতে পান নি।

আজগে বউদিদিমনির অনেগ কাজ। সকাল তেকে এদিক ওদিক যাওয়া, ফুলটুল দেওয়া, বিস্তর কাজ পরে রয়েচে। সন্ধ্যের সময় অনেক বড় কাজ আচে। ২০০ ভরি সোনার গিফট উনার হাতে তুলে দেওয়া হবে।

জানা মতে, ১৯৭২ সালেই শেক সাহেব রেস্কোর্স ময়দানে ইন্দিরা গান্ধীর হাতে বিশাল এক স্বর্ণের নৌকা কৃতজ্ঞতার স্মারক হিসাবে তুলে দিইয়েচিলেন। স্বাধীনতার চল্লিশ বছর পরে এহেন স্বর্ণ পাচার উদ্যোগ কেন নেওয়া হল? ৫০ হাজার টাকা করে হলে ২০০ ভরি স্বর্ণের কত দাম হবে?

এইবারে দেকা যাচ্চে, পুতুল দিদিমনি সব করচেন। কিন্তু বউ-হারানো জয় দাদা নেই! এমন এক প্রোগ্রামে কেন জয় দাদা উনার কেরেসতান ক্রিস্টিনা বউদিদিমনিকে নিয়ে এলেন না? কিচু দুশটু লোক অবশ্য বলে বেড়ায় যে জয় দাদার নাকি এমেরিকান বউদিদিমনির সাথে ছাড়াছাড়ি হয়ে গেছে।
তাই ডিভোর্স হয়ে যাওয়া জয় দাদাকে দিয়ে কিচুই হবে না জেনে হাসিনা মাসী এখন পুতুল দিদিমনিকে সামনে নিয়ে এয়েচেন। রেহানা মাসীকেও পেছনে ঠেলে দেয়া হয়েচে। তবে জয় দাদার ডিভোর্সটা ধামাচাপা দেবার জন্যে রেহানা মাসীর ছেলের বউকে চালিয়ে দেওয়া হচ্চে।
বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠানে ঐ কচি মেয়েটাকে জয় দাদার বঊ হিছেবে চালানো হয়েচিল। জয় দাদা কিন্তু একটি বারও বউদিদিমনিকে নিয়ে সাংবাদিকদের সামনে আসচেন না! খেয়াল করেচেন ব্যাপারটা?
যদি এই লেখা পড়ে মনে কস্ট পান, তা হলে এক্ষুনি ভারতীয় দূতাবাসে চলে আসুন। আপনি কস্ট পেলেন মানে আপনি মহান ভারত মাতাকে পূজো করেন, তাকে ভালোবাছেন।
আমরা তো আপ্নাকেই খুঁজছি।
সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০১১ বিকাল ৪:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





