প্রধানমন্ত্রী বলেছেন, "যুদ্ধাপরাধীকে মন্ত্রী করার বিচারও একদিন হবে"।
http://www.prothom-alo.com/bangladesh/article/715411/যুদ্ধাপরাধীকে-মন্ত্রী-করার-বিচারও-একদিন-হবে
আমার জবাবঃ
১৯৭১ সালের যুদ্ধাপরাধী আর ১৯৭৩-৭৫ সালের জাসদের রাষ্ট্রদ্রোহীদের ভেতরে কি কোন পার্থক্য আছে?
একদল বাঙলাদেশ চায় নি, আরেক দল বাঙলাদেশকে ধ্বংস করে ফেলতে গণতান্ত্রিক উপায়ে প্রতিষ্ঠিত সরকারকে উৎখাত করতে চেয়েছে।
সেই জাসদের রাষ্ট্রদ্রোহীরা একাত্তরের ঘাতকদের চেয়ে কম কিছু নয়।
শরিয়তপুর-ফরিদপুর অঞ্চলের আম্লিগ নেতাদের খুনী কসাই আজ নৌমন্ত্রী।
৭ নভেমবরের সিপাহী-জনতার বিদ্রোহের অন্যতম রূপকারকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি পদে নিয়োগ দেওয়া হয়েছিল। আরেক পাতি নেতা, যে কিনা সেই দিন সেনাবাহিনীর ট্যাংকের উপরে উল্লাস প্রকাশ করেছিল, সে আজ তথ্যমন্ত্রী।
তাই ভাববেন না, আপনাদের মল 'অ-মল' ও সুগন্ধীযুক্ত; এবং অন্য সকলের মল দুর্গন্ধময়!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


