“তাহলে তুমি ভুল করেছো। যখন জানলে তোমাকে ছাড়া ভালো আছি, তারপরেও এমন কেন করলে- বুঝলামনা।”
“কারণ একেই ভালোবাসা বলে। আর বিয়ে না করেও তো আমি ভাল আছি। একটা প্রশ্নের উত্তর দিবে, তুমি আমার সাথে এমন করলে কেন?”
অভ্র বলে, “সত্যি বলতে ওই সময় আমি দেখতে তেমন ভালো ছিলাম না, তাই আমি এত সুন্দর খোজার চেষ্টা করিনি। আমি সাধারণ একটা মেয়ে খুজছিলাম জীবনসঙ্গি হিসেবে। আমি তোমার সাথে মোবাইলে কথা বলে প্রপোজ করেছিলাম, এটা আমার প্রথম ভুল ছিল। আর দ্বিতীয় ভুল ছিল তোমাকে না দেখেই ছয় মাস প্রেমটি চালিয়ে যাই। আমি তোমাকে সাধারণ ভেবেছিলাম। কিন্তু তোমাকে দেখার পর আমার সব কল্পনায় কালির ছিটা পড়লো। তুমি মোটা, আমার চেয়েও দেখতে কালো। আজও দেখ তোমার চেয়ে আমি দেখতে কত সুন্দর। আমি তাই ওইরকমটি করতে বাধ্য হয়েছিলাম। দু:.....”
আমি চুপ করে সব শুনে গেলাম। এখন অনুভব করছি, এতক্ষন আমার চোখে জল ছিল না কিন্তু এখন তা উপস্থিত। সে কখন উঠে চলে গেল টের পেলাম না। আমার জীবনটা কি গল্পের কাহিনী। আমার সাথেই এমন হল। খুব ভালো বলেছো আমি দেখতে সুন্দর না তাই আমাকে আর ভালোবাসলেনা। আজ পৃথিবীর সবাইকে বলতে হচ্ছে করছে- সবই ভুল। ভালোবাসা বলে এই পৃথিবীতে কিছু নেই। আসলে আমার আগেই বোঝা উচিত ছিল। আমি দেখতে সুন্দর না তাই আমার ভালবাসার অধিকার নেই। আমি দেশ ছেড়ে পালিয়ে এসেছি বিয়ে না করার ভয়ে, কার জন্যে, শুধু তোমার জন্যে অভ্র- শুধু তোমার উপরে বিশ্বাস করে, তোমাকে ঠকাবো না বলে আমি তোমার অপেক্ষায় ছিলাম। বাবা তো আমার বিয়ে দিয়েই দিচ্ছিল। পাত্র নিজে আমাকে পছন্দ করেছিল। পাত্রের সাথে কথাও হয়েছিল। মিলন বলেছিল, ভালবাসার জন্য বাহ্যিক সুন্দযর্কে প্রাধান্য দেওয়া ঠিক না। ভালবাসার বিচার মন থেকে করতে হয়। আমি তাকে বলেছিলাম- আমাকে ক্ষমা করুন। মিলন আমি তোমার কাছে ক্ষমা চাই। তোমার মত মানুষ এই পৃথিবীতে আছে বলে এখনোও ভালোবাসা আছে। আমি কখনোও ভাবিনি অভ্র এমন করবে। যা করেছে ভালো করেছো। আমাকে পেলেও তার কি লাভ ছিল। আমি আর কিছুদিনের মেহমান এই পৃথিবীতে। তুমি জানোনা যে আমি হৃদরোগে ভুগছি। আমি বুঝিনা এতকিছু হওয়ার পরও কেন আমার বলতে ইচ্ছে করছে, অভ্র আমি তোমাকে ভালোবাসি। ভালোবেসে যেতে চাই। তুমি সবসময় ভাল থাক এই আমার প্রার্থনা আল্লাহর কাছে। হঠাৎ জানি আমার কি হল। আমার চারিপাশে অনেক মানুষ। চারিদিকে অন্ধকার দেখছি। আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে...
~~~~~~শেষ বেদনা~~~~~~

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




