মানুষ শুধু আকাশ হতে চায়,
আকাশ কি?
আকাশ কি নীল?
ঐ নক্ষত্র রা কি আকাশের বহুমূল্য অলঙ্কার ?
মানুষ শুধু আকাশ হতে চায়,
অথচ শূণ্যতা আকাশের অপর নাম।
মানুষ পাখি হতে চায়
প্রিয়ার মুখের সাথে তুলনা করে রুক্ষ নুড়ি পাথরের চাঁদের
প্রেম কে বলে সাগরের মত অসীম, অথচ সাগর অসীম নয়
প্রেম ও তেমন-
সময় এর ব্যবধানে বুঁজে যাওয়া এক এঁদো ডোবা;
লাবন্য ঝরে যায় শুধু একাদশী চাঁদ জ্বলে পুড়ে লুকায় ক্ষত
মানুষ সে রূপলী জ্যোত্স্নায় শুধু লাবন্য দেখে,
পাখি হয়ে যেতে চাই ফেলে ঘর বাড়ি নিজের উঠোন,
অথচ দিনান্তে সব পাখি ই ঘরে ফেরে
মানুষ যেমন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


