সরাসরি কাজের কথায় চলে যাই। ওডেস্ক থেকে সরাসরি বাংলাদেশের যে কোন অনলাইন ব্যাংকে টাকা ট্রান্সফার করা যায় - এটা বেশ পুরনো খবর। কিন্তু নতুন খবর হল, অনেকেই টাকা পাচ্ছেন না (যদি ট্রান্সফারকৃত ব্যালান্সের অ্যামাউন্টটা বেশি হয়) এবং এটা সত্যি। আমার একজন বন্ধু কিছুদিন আগে বেশ বড় একটা অ্যামাউন্ট ট্রান্সফার করতে দিয়েছিল, কিন্তু এখনো ওর টাকাটা ওর ব্যাংকে এসে পৌঁছায়নি। আরেকটা ফ্রেন্ডের ট্রান্সফারকৃত ব্যালান্স বাউন্স ব্যাক করছে।
আমার নিজের অভিজ্ঞতা মাত্র দুবার। দুবারই ঠিকমত এসেছে। কিন্তু উপরের ঘটনার পর আর সরাসরি ট্রান্সফার দিতে ভরসা পাচ্ছিনা। আপনাদের অভিজ্ঞতা ও পরামর্শ জানতে চাই।
বি.দ্র. মানিবুকার্স, পেওনিয়ার মাস্টার কার্ড ব্যবহারের সুবিধা ও অসুবিধা সম্পর্কে মোটামুটি অবগত ও অভিজ্ঞতাও হয়েছে। এখন সবদিক বিবেচনা করে পেওনিয়ার মাস্টার কার্ডটাই সেফ মনে হচ্ছে। যদিও রেট কম, তবে নাই মামার চেয়ে কানামামাই ভালো - এই মতবাদে বিশ্বাস করাই মনে হয় শ্রেয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



