সত্যি এমন অসাধারণ অনুষ্ঠান খুব কম দেখেছি। অনেক দিন ধরে ভাবছিলাম কি না কি অনুষ্ঠান বানাবে কি না কি পারফর্ম হবে...। শুনেছিলাম এটাতে ভারতীয়দের ছোঁয়া বেশি থাকবে। সেই দুঃখে টিকেট কিনিও নাই।
কিন্তু আজকে বিকালে আমার বন্ধু বলে আজ বাইরে বের হবে না, শরীরটা ভালো না। তাই আর কি করব করব করে টিভির চ্যানেল টা ঘুরাতে ঘুরাতে বিটিভি এসে গেল। শুরু হোল জাতীয় সঙ্গীত"আমার সোনার বাংলা" মনটা কেমন কেমন জানি করে উঠল। ভাবলাম দেখেই ফেলি টিভি তো বন্ধ করতে পারব পরে।
এভেবে পুরাটাই দেখে ফেললাম। এককথায় awesome. কি ভাবে যে সময় টা গেল বুজলাম না।
তবে অশিক্ষিত মানুষগুলোর ভাসন,মমতাজে বাড়াবাড়ি,মুজিব কোট,আর রুনা লায়লার উর্দু গান এই কয়টাই ছিল চরম মাত্রায় বিরক্তিকর।
এই কাজ গুলোর জন্য শিল্পীদের না আয়জকদের জানাই ধিক্কার, ঘৃণা।
পরিশেষে একটা কথা বলতে চাই
আজকে সন্ধার আগে কখনও নিজেকে দেশপ্রেমিক বলে ভাবি নি...। মাঝে মাঝে দেশ নিয়ে দুই তিনটা কথা বলতাম। কিন্তু আজকে মনে হচ্ছে "বাংলাদেশ আমি তোমাকে অনেক ভালোবাসি। আজকের আগে কখনো এভাবে অনুভব করি নি তোমাকে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




