অযুহাত
সেদিন একটা কবিতা এসে বলে,“ আমাকে লিখে ফেল ”
আমি অবাক হয়ে তাকিয়ে থাকলাম
আরে, আমি কি কবি নাকী?
সে আমার চোখের দিকে তাকাল,“ আমাকে পড়ে ফেল ”
আমি হতবাক হয়ে গেলাম
আরে, আমি কি প্রেমিক নাকী?
সেদিন একটা নদী এসে বলে, “ আমাকে চিরে ফেল ”
আমি চোখ ভালমত আবার ঘষে তাকালাম
আরে, আমি কি মাঝি নাকী?
সে আমার হাতের দিকে তাকালো, “ আমাকে বেঁধে ফেল ”
আমি অসহায়ের মতন ফিকে হাসি দিলাম
আরে, আমি বাঁধ দিতে জানি নাকী?
একদিন আমি এসে আমাকে বললাম, “ চলো ফিরে চলো ”
আমি মন খারাপ করে বসে রইলাম
আরে, আমার কত কাজ বাকি!
নিজের দিকে তাকিয়ে হাসলাম,“ বাকি যা আছে করে ফেল ”
আরে, আমি এত কাজ জানি নাকী?
আমার দৌড় এটুকুই। কোনমতে কিছু একটা লেখা। অনেক দিনের জমানো কবিতা। কিন্তু এতে কিছুই যায় আসে না। কারণ যখন লেখা তখনও হঠাৎ করেই এই উদয়।
আমি এখানে নতুন আসলাম। এসাইনমেন্টের কাজে বিজয় দিয়ে লিখে অভ্যাস করেছি অনেক কষ্ট করে। এখানে ফোনেটিক দেখে হিংসা লাগছে।
পড়াশোনার পাশাপাশি হালকা কিছু সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িত আছি। সুন্দর একটা সমাজের স্বপ্ন দেখি। কোন কিছু একটা ভাল লাগলে সেটা নিয়ে পড়ে থাকতে পারি দিনের পর দিন।
বন্ধুদের কথায় আসলাম। আরও অনেক বন্ধু পেতে চাই।
সবাইকে অনেক ধন্যবাদ। যে কোন ভুল ত্রুটি আশা করি ক্ষমা সুন্দর চোখে দেখবেন (পুরো শর্তাবলী পড়িনি, অনেক বড়। কিছু শর্তে তাই ভুল হলে আশা করি সবাই ক্ষমা করবেন।)
সর্বশেষ এডিট : ২৫ শে নভেম্বর, ২০০৯ রাত ১০:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




