চৈত্রের এই গভীর রাতে, কও তুমি কথা - হাত রেখে কার হাতে?
প্রেমময় স্নিগ্ধ চোখে, কও তুমি কথা হাত রেখে কার হাতে?
এলোকেশে ছড়াও হাসি বিস্ত্রিত সারা তনুমন জুড়ে,
লুটাইছ আঁচল খানি, ভুবন ভরানো রিনিঝিনি সুরে।।
পড়িয়া কপালে লাল টিপ আর কপল ভরা ফলগু লালে,
হাসিয়া কাদিয়া ভরিতেছ মন, মাতিছ এক ইন্দ্রজালে।
লাল শাড়ি আর লাল চুড়িতে, কে জানে কেমন লাগছে তোমাতে,
চৈত্রের এই স্নিগ্ধ রাতে, কও তুমি কথা - হাত রেখে কার হাতে?
বাতাসে উড়িছে তোমার এলোকেশ, কানেতে পড়েছ সোনার দুল,
গলায় তোমার মুক্তার মালা, নাকে তোমার কোন নাক ফুল?
তোমার হাসি এখন মায়াবী, আরো কত ভালোবাসা বুকেতে,
প্রেমেময় ঐ স্নিগ্ধ চোখে, কও তুমি কথা - হাত রেখে কার হাতে?
জন কলতান কিছু আর নাই, শুধু তোমাদের ছোট ছোট কথা,
আমিও শুনি হাজারো দুরে, ভুলিয়া সকল হ্রদয়ের ব্যথা।
সর্বশেষ এডিট : ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



