ব্লগে সাইবার আইন,ফোনাফুনি এসব নিয়া কেচাল হইতাসে,তার মধ্যে একটা বোম ফাটানি তথ্য দিসেন ব্লগের এক প্রবাসী নারী ব্লগার। এটা নিয়ে একমাত্র রাইসুল জুহালা ছাড়া আর কেউ কোনো শব্দও করে নাই। ওই নারী ব্লগারের তথ্য থেকে জানা যায় ব্লগের এক বুইড়া ভাম,ধুরুন্ধুর আলুপোড়া ওস্তাদ এর আসল চরিত্র। কি বলসেন ওই নারী ব্লগার,বোম ফাটানি কমেন্টগুলা পড়েন
কমেন্ট:ম্যালা আগে থেকে এই আল্লামা শয়তান রাতমজুরকে সাথে রেখে আমার ম্যাসেন্জার ফ্রেন্ড লিস্ট হাতিয়েছিল,এরপর আমার পিসি হাতিয়েছে, সেখানে আমার লক করা ফোল্ডার ব্রেক করে আমার বিভিন্ন অনলাইন একাউন্টের ইনফরমেশন হাতিয়েছে, দুটো ওয়ার্ড ফাইল ডিলিট করে দিয়েছে , যার একটার নাম ছিল "শয়তান ভাইর মন্তব্যের জবাব" [উনার এক কমেন্টের জবাবে আমি একটা পোস্ট দিয়েছিলাম সেটা], এছাড়া আরেকটা ওয়ার্ড ফাইলে আমার "হৈমন্তী" এফবি আইডির সাথে আল্লামা শয়তানের "ধূসর মেঘ" আইডির যে কথোপকথন ছিল সেগুলো সেইভ করা ছিল। এই দুটো ফাইল ডিলিট হয়েছে তখন, সময়টা আনুমানিক নভেম্বর ২০১০ সাল। এরপর আমার ই-মেইল একাউন্টগুলো হাতানো হয়েছে, আমার কাছে কে কে কি কি ই-মেইল করে সব ট্র্যাক করা হয়, হয়তো এখনো পর্যন্ত, আমার ব্রাউজিং হিস্ট্রি ট্র্যাক করা হয়, আমার পিসির পাওয়ার সাপ্লাই অন থাকলেই হলো, কোন এক অশরীরি আত্মা এসে আমার পিসি ঘুরে যায়, যে ই-মেইল আইডি বাইরে কারো কাছেই শেয়ার করি নাই, সেই ই-মেইল আইডি দিয়ে এফবি একাউন্ট লগ ইনের ট্রাই করা হয়। আজব কাহিনী!!!!
কমেন্ট:আরো আছে, আমি আমার এফবির ম্যাসেজগুলো ডাউনলোড করে রাখতাম, তারপর তার এক কপি ড্রপবক্স একাউন্টেও রেখেছিলাম, সেগুলোও ডিলিট করে দেয়া হয়েছে। যখন আল্লামা শয়তানের সাথে আমার গুগল টকে বা স্কাইপিতে কথা হতো, তখন আমার পিসিতে স্ক্রীপ্ট চালানো হতো, সেটাও চোখের সামনে তাকিয়ে তাকিয়ে দেখেছি। যখন এতো মধুর সম্পর্ক ছিল তখন উনার নাকে ছাগুর বোটকা গন্ধ লাগেনি। এখন তো আমি কনফিউজড গন্ধ কি আমার গায়ে নাকি উনার নাকে? এরপর যখন "অকুপাই ওয়ালস্ট্রীট" বিপ্লবে আমাকে নামাতে পারেননি, তখন থেকেই গন্ধ পাওয়া শুরু হয়েছে। রাবিশ!!!!
কি অবস্থা ব্লগের জন্য বন্ধু সেজে মানুষের পিসি হ্যাক,ব্যক্তিগত তথ্য চুরি,সবসময় তার গতিবিধি চোখে চোখে রাখা ভাবতেই তো ভয়ে হাত-পা ঠান্ডা হয়ে আসে!! কাহিনী এখানেই শেষ না,চুরিতো করসেই তার উপরে কতবড় খাচ্চর দেখেন পরের কমেন্ট
কমেন্ট:প্রবাসে থাকা একটা মেয়ের একাকীত্বের সুযোগ নিয়ে প্লেবয়গিরি যারা করে, তাদের বাহ্যিক ভদ্রতার মুখোশ খুলে দেবার জন্যই সাইবার আইনের দরকার আছে।
এই ধুরুন্ধুর খাচ্চররা যখন নারী বিষয় নিয়া ব্লগে লাফায় তখন কি শাস্তি দেয়া উচিত,এইগুলা কি মানুষ না আরকিছু? ব্লগে মুখোশ পরে নারী বিষয়ে বড় বড় কথা কপচানো,ধন্যবাদ ওই প্রবাসী নারী ব্লগাররে এইসব খাইস্টাদের আসল পরিচয় প্রকাশ করার জন্য। অবাক হইসি সাথে অন্য আরেকজনের নামটা দেখে,লোকটা সম্পর্কে আগে অনেক ভালো ধারণা রাখতাম।
আসলেই এদের জন্যই সাইবার আইনের দরকার আছে। নারী পুরুষ নির্বিশেষে সবাই অন্য যে কোনো ব্লগার হতে সাবধান!!
সর্বশেষ এডিট : ০৮ ই জানুয়ারি, ২০১২ সকাল ১১:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




