মফিজের খুব দুঃখ,
কারণ তার একটা হাত ছিল না...!
তাই মফিজ একদিন মনের দুঃখে ঠিক করলো ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করবে...!
কিন্তু ছাদে উঠে মফিজ দেখে,
একটা লোক সমানে লাফাচ্ছে, আর লোকটির দুটো হাতই নেই...!
মফিজ ভাবলো,
আমার একটা হাত নেই বলে আমি মরতে যাচ্ছিলাম...
আর এই লোকের দুটো হাত না থাকা সত্তেও কেমন আনন্দে লাফিয়ে যাচ্ছে...!?
মফিজ লোকটিকে জিজ্ঞেস করলোঃ ভাই আপনি এভাবে লাফাচ্ছেন কেন? আপনার কীসের এত আনন্দ??
দু হাত কাটা লোকটি জবাব দিলোঃ আরে ভাই কীসের আনন্দ? পাছাটা চুলকাইতাসে খুব, পারলে একটু হেল্প করেন মিয়া...! :

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



