সোজাসাপ্টা উত্তর নেই কোথাও
বৃষ্টির রোডম্যাপ চেয়ে খবর পাঠালেই
ফ্রিজিয়াম
লুকোবে কোথায় ঝলসানো আকাশ?
পিয়ানোটি এখন কাঁদতে শিখেছে
সাদাকালো রীডে
আর আমাদের দিনগুলি
ভুলতে শিখেছে দু:খবীজ।
নেইবারহুডের চিলেকোঠায়
মুচকি হাসে সিনড্রম
কার্নিশে বসা সনাতন ছায়া।
তবুও তফসিল ঘোষনায় আহ্লাদিত গাছ
আয়ু প্রত্যাশায় কিছু কিছু মানিপ্ল্যান্ট।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




