আজ নাহয় সব এলোমেলো হয়ে যাক
জোছনার পেয়ালায় দেয়া যাক তুমুল চুমুক
মৃদু হাওয়ায় দোলে দোদুল যে আঁচল
আজ সেটা উড়ে যাক ভয়াল ঝড়ে।
আজ নাহয় খুলে যাক সম্রাজ্ঞীর দয়ার দুয়ার
রোজকার ভিখিরিটা এসে আজ
হয়ে যাক প্রবল পরাক্রমশালী সম্রাট
সম্রাজ্ঞীর মসলিন নেকাব লুটে নিক
দস্যুর ক্ষিপ্রতায়।
আজ নাহয় সবুজ বনভূমির নরম ছায়ায়
জ্বলে উঠুক প্রচন্ড আগুন
দাবানলে পুড়ে যাক বৃক্ষরাজি
কাঠবেড়াল, খরগোশ আর অচেনা পাখিরা
হারালে হারাক তাদের চেনা ঠিকানা।
আজ নাহয় তলোয়ারের অবাধ্য যৌবন
কেটে কুচিকুচি করুক যত লাজের দেয়াল
দীঘির দীঘল জলে জাগুক মাতাল প্লাবন
মহুয়ার রসে হোক নেশার পূজা
স্বর্গের যত অপ্সরী হোক ক্রীতদাসী আজ
বেহুলা বাতাসে বাজুক বিষের বাঁশি।
আজ নাহয় সমস্ত মরুভূমি হয়ে যাক চপলা প্রপাত
যুবতী মেঘেরা ঢালুক অঝোর ধারা
পরিপাটি, ছিমছাম, সাজানো এ বাসর ছেড়ে
আজ নাহয় তুমি আর আমি হই
আলুথালু-এলোমেলো পাগলপারা
সর্বশেষ এডিট : ২১ শে সেপ্টেম্বর, ২০১০ ভোর ৬:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




