অতঃপর তাকে হাত পিছমোড়া দিয়ে বেঁধে
নগরীর চৌরাস্তার মোড়ে দাঁড় করালো সবাই।
হাতে পাথরখন্ড, উৎসুক দৃষ্টি, উপহাস নিয়ে
নারী-পুরুষ একযোগে দাঁড়ালো এসে।
তখন বিকেল নুয়ে পড়েছে সন্ধ্যের কোলে।
ফিকে হয়ে আসা আলোয় লোকটি মুখ তুলে তাকালো
জনতার দিকে, নগরীর দেয়াল ও রাস্তাগুলোর দিকে।
ভীত চোখে খুঁজে বেড়ালো একটি মুখ।
যেন একজোড়া চোখের করুণা পেলেই
মৃত্যুদন্ড সার্থক হয়ে যাবে!
জনতার ভিড়ের একেবারে পশ্চাদভাগে
নতমুখে এসে দাঁড়ালো পম্পেইনিয়া আনাসতাসিয়া।
সম্রাটের প্রতিনিধি, জল্লাদ এমনকি
সবচেয়ে কাছে দাঁড়ানো লোকটিরও চোখ এড়িয়ে
দু’ফোঁটা অশ্রু গড়িয়ে পড়লো তার গাল বেয়ে।
অপরাধী লোকটি মাথা নাড়ালো জল্লাদের উদ্দেশ্যে
এবার সে মরতে প্রস্তুত।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




