দিদিমণি দিদিমনি সেলাই দিদিমনি
এই শহরে তোমার পাশে আমিও যে থাকি
দিদিমনি নিও তুমি আমার ভালবাসা
তোমার চোখে দেখি আমি রঙ্গিন দিনের আশা।
আরে উদয়াস্ত খাটো তুমি, ছড়াও দেহের ঘাম
মহাজনে দেয় কি তোমার ঘামের সঠিক দাম?
কখনো তুমি শিল্পী আর কখনও তুমি নারী
কখনও তুমি প্রেমিকা আর কখনও প্রতিবাদী
আরে চলতে পথে তোমার সাথে যখনই হয় দেখা
ইচ্ছে করে শুধাই তোমার মনের দুটি কথা
আহ্লাদী আর ছলছল কাঁজল দু'টি আঁখি
কেউ কি তোমায় কথা দিয়ে কথা রাখেনি?
লালটুক লালটুক সেলাই দিদিমনি...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


