বিয়ের আগেঃ (বিয়ের পরে)
ছেলেঃ অবশেষে তুমি রাজি হলে! সত্যিই আমি আর সইতে পারছিলাম না ।
মেয়েঃ তুমি কি আমাকে ছেড়ে চলে যাবে?
ছেলেঃ আবশ্যই না! এ নিয়ে কখনও ভেবো না তুমি ।
মেয়েঃ তুমি কি আমাকে ভালবাসো?
ছেলেঃ আবশ্যই্…..সারা জীবন……
মেয়েঃ আমাকে কখনো ধোঁকা দেবে?
ছেলেঃ নাহ! এ ধরনের কথা তোমার মাথায় আসছে কিভাবে!
মেয়েঃ তুমি কি আমার চুল নিয়ে খেলা করবে?
ছেলেঃ নিশ্চয়! যতবার সুযোগ পাব…….
মেয়েঃ আমাকে কখনো আঘাত করবে?
ছেলেঃ তুমি কি পাগল! আমি মোটেই সে ধরনের মানুষ নই ।
মেয়েঃ আমি কি তোমাকে বিশ্বাস করতে পারি?
ছেলেঃ হ্যাঁ ।
মেয়েঃ প্রিয়তম!
(আর বিয়ের পরের সংলাপ? ওপরের লেখাটা শুধু নিচ থেকে ওপরের দিকে পড়ে যান ।)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




