১১ই মে, ২০২৫ খৃষ্টাব্দ। রোজ, রোববার।
এমন নিরবতা অনুভব করিনি আগে -
রোদে, বাসে, অফিসে - কখনো!
পান থেকে চুন খসে পড়ে যায়,
মুখে দাঁড়ি, দূরে তাকিয়ে ঐ আঙ্কেল।
ট্যার পায়নি আজ, হেঁটে চলে গেছে।
এমন নিরবতায় কথা বলাও যে পাপ!
হাসফাস গরমে অস্বস্তি হয়নি।
ঘুম হয়নি, তবু কালি পড়েনি।
গালি দেয়নি চায়ের দোকানি, দুরুদ ইউনুস জপে।
স্বাভাবিক সব থেমে গেছে। সবই নিষিদ্ধ।
বাংলার স্পন্দন যেন থামিয়ে দেয়, পুরোনো শকুন।
নিস্তব্ধ হয়েছিলো বাংলা - শেষ কবে এমন?
৭৫ ?
ভোলায়, সত্তরের এক রাতে?
২৫শে মার্চ কি ছিলো, আরও ঘোর অমাবস্যা?
হয়তো ছিলো!
কিন্তু এর পরে কি হয়ে যাবে?
নিস্তব্ধতাকে শকুনেরা কি পেরেছিলো ধরে রাখতে?
আগস্ট ভেঙে ফিনিক্স ছিনিয়ে এনেছিলো বিজয়।
সাইক্লোন ভোলা, সব নিয়ে গেলো -
রেখে গেলো একটা উপলব্ধি -
"স্বাধীন মোদের হতেই হবে, ওরা কভু ভাই নয়! "
অতঃপর, ২৬ নিয়ে এলো স্বাধীনতা! আমার বাংলাদেশ।
বাঙালি পথ হারাবার নয়।
অন্ধকার জয়-ই বাঙালির বিস্ময়।
সর্বশেষ এডিট : ১৫ ই মে, ২০২৫ রাত ২:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




