কিছু দিন আগে ১৬০টাকা দিয়ে মায়ানমারের পিয়াজ কিনলাম, ওদের নাগরিকদের আমরা খাওয়াচ্ছি আর বিনিময়ে পিয়াজ খাচ্ছি
সমাজবিজ্ঞানের থিওরিগুলা পড়ার সময়ে সবসময় একটা কথা আমাদের টিচার রা বলতেন, এগুলা পশ্চিমা তত্ত্ব কথা, আমাদের অবস্থা এবং প্রেক্ষাপট ধরে সেগুলাকে বুঝতে হবে!! খুবি ভালো কথা, এবং এখনকার
আমাদের বাজার ব্যবস্থা দেখলে সেটাই মনে হয়, মার্কেট আর প্রোডাকশন থিওরি নিজেই থিওরি খুজবে।
লাস্ট ইয়ার এই সময়ে ফুলকপি কিনতাম ২৫-৩০ টাকা ( বড়টা), সেটাই এখন ৫০ টাকা, শীম ৬০-৭০ টাকা, ট্মেমেটো ১০০ টাকার নিচের কবে দেখেছি মনে পড়ছে না, যে কোন সবজী ৬০-৭০ টাকা কেজি। অথচ আমরা নাকি বিশ্বের তৃতীয় সবজী উৎপাদন কারী দেশ!!!!
২০০৫ এ ফোর্থ ইয়ার ফাইনালে একটা থিসিস লিখেছিলাম, দ্রব্যমূল্যের উর্ধগতি এবং মধ্যবিত্ত পরিবারের উপর এর প্রভাব ( খুব ই আর্ন্তজাতিক মানের ছিল
সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



