নোমান বিন আরমান : টিপাইমুখ বাঁধ নিয়ে সারা দেশসহ সিলেটের মানুষ এখন উদ্বিগ্ন-উৎকণ্ঠায় । বাঁধ বিরোধী প্রতিবাদ-বিােভ হচ্ছে সর্বত্র। খোদ ভারতের আসাম ও মিজোরামেও এর বিরুদ্ধে আন্দোলনে শামিল হচ্ছে সাধারণ মানুষ। এমন সময় টিপাইমুখ বাঁধ নিয়ে আওয়ামীলীগের দুইমন্ত্রী একই মঞ্চে দিলেন পরস্পর বিরোধী বক্তব্য। অর্থমন্ত্রীর বক্তব্যে অনেকেই হতবাক হয়েছন। আবার রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত এমপির বক্তবে আশান্বিত হয়েছেন।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বললেন, টিপাইমুখ বাঁধ নিয়ে যৌথ সমীা করে প্রয়োজনে বিনিয়োগ করবে বাংলাদেশ। না হয় ভারত থেকে হিস্যা নেওয়া হবে। রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত এর আগে বলেন, টিপাইমুখে বাঁধ হলে বৃহত্তর সিলেটের মানুষ তিগ্রহস্ত হবেন। গতকাল বৃহস্পতিবার সিলেট জেলা ও মহানগর আওয়ামীলীগ আয়োজিত সিটি পয়েন্টের জনসভায় তারা পরষ্পর বিরোধী এসব কথা বলেন।
আওয়ামীলীগের এই দুই মন্ত্রীর বক্তব্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে সিলেটবাসীর মধ্যে। তারা হতবাক হয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের বক্তব্যে। মন্ত্রীর বক্তব্য চলাকালেই উপস্থিত কয়েক শ্রোতা এ নিয়ে নিজেদের মধ্যে আলোচনা শুরু করেন। তারা ােভপ্রকাশ করেন টিপাইমুখ বাঁধ নিয়ে সিলেটবাসীর স্পষ্ট আশঙ্কা ও উদ্বেগ থাকার পরও এই বাঁধে বিনিয়োগে অর্থমন্ত্রীর ঘোষণায়। অর্থমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন টিপাইমুখে বাঁধ হবে। এবং এতে বাংলাদেশ বিনিয়োগ করবে, না হয় ভারত থেকে হিস্যা নেবে।
বিনিয়োগ না করলে কেন বা কীসের হিস্যা ভারত থেকে নেওয়া হবে এর সম্পষ্ট কোনো ব্যখ্যা তার বক্তব্যে পাওয়া যায়নি। তবে তিনি বেশ জোরের সাথেই টিপাইমুখ বাঁধ নিয়ে তার অতীত অবস্থানের কথা উলেখ করে বলেন, টিপাইমুখ বাঁধের বিরুদ্ধে আমিই প্রথম সোচ্চার হয়েছিলাম। ২০০২ সালে তিনিই প্রথম টিপাই বাঁধের বিরুদ্ধে কথা বলেন বলে জানান। তার এই বক্তব্যকেও স্ব-বিরোধী বলে মনে করছেন সিলেটের সাধারণ মানুষ। তারা বলেছেন, অর্থমন্ত্রী এখন যেখানে বিনিয়োগ বা হিস্যা নেওয়ার কথা বলছেন, সেখানে তিনি কেন বা কীসের স্বার্থে ২০০২ সালে টিপাইবাঁধের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। এছাড়া তিনি তার বক্তৃতায় উলেখ করেন, টিপাইমুখ বাঁধের ব্যাপারে তার সরকার সজাগ রয়েছে। এই বাঁধ হলে তি হতে পারে বাংলাদেশের এমন আশঙ্কার কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের কাছে তুলে ধরার পর, ‘বাংলাদেশের তি হয় এমন কিছু টিপাইমুখে করা হবে না’ ভারতের প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্র“তির কথা তুলে ধরেন। এখানেও সিলেটবাসীর প্রশ্ন তিই যদি না হবে, তাহলে শেখ হাসিনা মনমোহনের কাছ থেকে কেন প্রতিশ্র“তি নিয়েছিলেন।
এতসব কিছুর পরও যখন মন্ত্রী বললেন, টিপাইমুখ বাঁধের ব্যাপারে যৌথ সমীা করে বিনিয়োগ বা হিস্যা নেওয়া হবে। তখন সিলেটবাসী ধরে নিয়েছেন, এই বাঁধের ব্যাপারে আওয়ামীলীগের কোনো প্রশ্ন নেই।
অর্থমন্ত্রী টিপাইমুখ বাঁধের ব্যাপারে এমন খোলাখোলি অবস্থান নিলেও তার ঠিক পূর্বে একই মঞ্চে আওয়ামীলীগের উপদেষ্টামন্ডলীর সদস্য রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত টিপাইমুখ বাঁধের বিরুদ্ধে অবস্থান নিলেও স্ববিরোধী বক্তব্য দেন। তিনি বলেন, টিপাইমুখ বাঁধের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালিয়ে বিএনপি মানুষের মনজয়ের চেষ্টা করছে। এ ইস্যুতে বিএনপির হরতাল ও ভারতের প্রধানমন্ত্রী মনমোহনের কাছে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন খালেদার চিঠি নিয়েও ব্যঙ্গ ও ইঙ্গিপূর্ণ ভাষায় তিনি বলেন, এদিকে তিনি (খালেদা) আপনাদের দিয়ে হরতাল করায়, অন্যদিকে এই বয়সে এসেও তিনি তলে তলে চিঠি লিখেন।
টিপাইস্যুতে আন্দোলনের সমালোচনা করে তিনি বলেন, এই বাঁধ হলে সুরমা-কুমিয়া ও বৃহত্তর সিলেটের তি হবে। তিনি বলেন, লংমার্চ-শর্টমার্চ করে এই বাঁধ বন্ধ করা যাবে না। যদি যায়, তাহলে আমাদেরও বলুন কোথায় পর্যন্ত মার্চ করতে হবে আমরাও সঙ্গী হব। টিপাইমুখ ইস্যুতে সিলেটবাসীর আন্দোলনের সাথে তার সমর্থনের কথাও তিনি ব্যক্ত করেন।
নোমান বিন আরমান : স্টাফ রিপোর্টার, দৈনিক সবুজ সিলেট
আলোচিত ব্লগ
বাংলাদেশের ব্যাঙ্ক গুলো কি দেউলিয়া হতে চলেছে?
খবরে দেখলাম বাংলাদেশের ১০ টি ব্যাঙ্ক নাকি দেউলিয়া ঘোষণা হয়ে যাচ্ছে! :-B
১) আইএফআইসি ব্যাংক,
২) বেসিক ব্যাংক,
৩) অগ্রণী ব্যাংক,
৪) বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক,
৫) রুপালী ব্যাংক,
৬) বাংলাদেশ কমার্স ব্যাংক,
৭) ঢাকা ব্যাংক,
৮) ন্যাশনাল... ...বাকিটুকু পড়ুন
দেশবাসী চান, দেশ যেন সৎ, জ্ঞানী রাজনীতিবিদ ও প্রফেশানেলদের হাতে থাকে।
কোমলমতিরা প্রফেশানেল নয়; আমার ধারণা, এরা গত আন্দোলনের সৈনিকমাত্র; এদের ২ জন সরকারে আছে, আপনি ইহা পছন্দ করেন, নাকি ভয়ে আছেন? শুধু ২ জন নয়, সরকারের সবগুলো পোষ্টে... ...বাকিটুকু পড়ুন
স্বাধীনতা যুদ্ধে ভারত যোগ দিয়েছিলো ৩ ডিসেম্বর ততোদিনে দেশের ৯০ শতাংশ স্বাধীন হয়ে গিয়েছিলো
২৫ মার্চের গন হত্যার পর । পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে এক প্রকার নিশ্চিত হয়ে যায় । বাঙ্গালীরাই সিদ্ধান্ত নিয়ে ফেলে তারা আর পাকিস্তানের সাথে থাকবে না । কিন্তু একই ভুখন্ডে... ...বাকিটুকু পড়ুন
ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফ এর গুলিতে কিশোর শ্রী জয়ন্ত নিহত: স্বর্ণা দাস হত্যার এক সপ্তাহ না পেরোতেই আবারও ভারতের পৈশাচিকতা!
ছবি: দৈনিক ইনকিলাব।
"ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা সীমান্তে বিএসএফের গুলিতে জয়ন্ত কুমার (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন জয়ন্তের বাবা মহাদেব চন্দ্র (৪৩) এবং প্রতিবেশী দরবার... ...বাকিটুকু পড়ুন
আমাকে নিয়ে পোষ্ট দেয়ার অনুমতি থাকলে, আমার কমেন্ট ক্ষমতা থাকা উচিত?
ব্লগার জটিল ভাই, ঢাবিয়ান, ভুয়া, শেরজা, নীল আকাশ, সোনালী কাবিন, জুল ভার্ণ, প্রমুখ কোন ব্লগারকে নিয়ে ব্লগে পোষ্ট দিল ইহা ভালো সংবাদ নয়; এঁরা আপনার জন্য শুভ-কামনা করে... ...বাকিটুকু পড়ুন