নোমান বিন আরমান : টিপাইমুখ বাঁধ নিয়ে সারা দেশসহ সিলেটের মানুষ এখন উদ্বিগ্ন-উৎকণ্ঠায় । বাঁধ বিরোধী প্রতিবাদ-বিােভ হচ্ছে সর্বত্র। খোদ ভারতের আসাম ও মিজোরামেও এর বিরুদ্ধে আন্দোলনে শামিল হচ্ছে সাধারণ মানুষ। এমন সময় টিপাইমুখ বাঁধ নিয়ে আওয়ামীলীগের দুইমন্ত্রী একই মঞ্চে দিলেন পরস্পর বিরোধী বক্তব্য। অর্থমন্ত্রীর বক্তব্যে অনেকেই হতবাক হয়েছন। আবার রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত এমপির বক্তবে আশান্বিত হয়েছেন।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বললেন, টিপাইমুখ বাঁধ নিয়ে যৌথ সমীা করে প্রয়োজনে বিনিয়োগ করবে বাংলাদেশ। না হয় ভারত থেকে হিস্যা নেওয়া হবে। রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত এর আগে বলেন, টিপাইমুখে বাঁধ হলে বৃহত্তর সিলেটের মানুষ তিগ্রহস্ত হবেন। গতকাল বৃহস্পতিবার সিলেট জেলা ও মহানগর আওয়ামীলীগ আয়োজিত সিটি পয়েন্টের জনসভায় তারা পরষ্পর বিরোধী এসব কথা বলেন।
আওয়ামীলীগের এই দুই মন্ত্রীর বক্তব্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে সিলেটবাসীর মধ্যে। তারা হতবাক হয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের বক্তব্যে। মন্ত্রীর বক্তব্য চলাকালেই উপস্থিত কয়েক শ্রোতা এ নিয়ে নিজেদের মধ্যে আলোচনা শুরু করেন। তারা ােভপ্রকাশ করেন টিপাইমুখ বাঁধ নিয়ে সিলেটবাসীর স্পষ্ট আশঙ্কা ও উদ্বেগ থাকার পরও এই বাঁধে বিনিয়োগে অর্থমন্ত্রীর ঘোষণায়। অর্থমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন টিপাইমুখে বাঁধ হবে। এবং এতে বাংলাদেশ বিনিয়োগ করবে, না হয় ভারত থেকে হিস্যা নেবে।
বিনিয়োগ না করলে কেন বা কীসের হিস্যা ভারত থেকে নেওয়া হবে এর সম্পষ্ট কোনো ব্যখ্যা তার বক্তব্যে পাওয়া যায়নি। তবে তিনি বেশ জোরের সাথেই টিপাইমুখ বাঁধ নিয়ে তার অতীত অবস্থানের কথা উলেখ করে বলেন, টিপাইমুখ বাঁধের বিরুদ্ধে আমিই প্রথম সোচ্চার হয়েছিলাম। ২০০২ সালে তিনিই প্রথম টিপাই বাঁধের বিরুদ্ধে কথা বলেন বলে জানান। তার এই বক্তব্যকেও স্ব-বিরোধী বলে মনে করছেন সিলেটের সাধারণ মানুষ। তারা বলেছেন, অর্থমন্ত্রী এখন যেখানে বিনিয়োগ বা হিস্যা নেওয়ার কথা বলছেন, সেখানে তিনি কেন বা কীসের স্বার্থে ২০০২ সালে টিপাইবাঁধের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। এছাড়া তিনি তার বক্তৃতায় উলেখ করেন, টিপাইমুখ বাঁধের ব্যাপারে তার সরকার সজাগ রয়েছে। এই বাঁধ হলে তি হতে পারে বাংলাদেশের এমন আশঙ্কার কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের কাছে তুলে ধরার পর, ‘বাংলাদেশের তি হয় এমন কিছু টিপাইমুখে করা হবে না’ ভারতের প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্র“তির কথা তুলে ধরেন। এখানেও সিলেটবাসীর প্রশ্ন তিই যদি না হবে, তাহলে শেখ হাসিনা মনমোহনের কাছ থেকে কেন প্রতিশ্র“তি নিয়েছিলেন।
এতসব কিছুর পরও যখন মন্ত্রী বললেন, টিপাইমুখ বাঁধের ব্যাপারে যৌথ সমীা করে বিনিয়োগ বা হিস্যা নেওয়া হবে। তখন সিলেটবাসী ধরে নিয়েছেন, এই বাঁধের ব্যাপারে আওয়ামীলীগের কোনো প্রশ্ন নেই।
অর্থমন্ত্রী টিপাইমুখ বাঁধের ব্যাপারে এমন খোলাখোলি অবস্থান নিলেও তার ঠিক পূর্বে একই মঞ্চে আওয়ামীলীগের উপদেষ্টামন্ডলীর সদস্য রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত টিপাইমুখ বাঁধের বিরুদ্ধে অবস্থান নিলেও স্ববিরোধী বক্তব্য দেন। তিনি বলেন, টিপাইমুখ বাঁধের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালিয়ে বিএনপি মানুষের মনজয়ের চেষ্টা করছে। এ ইস্যুতে বিএনপির হরতাল ও ভারতের প্রধানমন্ত্রী মনমোহনের কাছে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন খালেদার চিঠি নিয়েও ব্যঙ্গ ও ইঙ্গিপূর্ণ ভাষায় তিনি বলেন, এদিকে তিনি (খালেদা) আপনাদের দিয়ে হরতাল করায়, অন্যদিকে এই বয়সে এসেও তিনি তলে তলে চিঠি লিখেন।
টিপাইস্যুতে আন্দোলনের সমালোচনা করে তিনি বলেন, এই বাঁধ হলে সুরমা-কুমিয়া ও বৃহত্তর সিলেটের তি হবে। তিনি বলেন, লংমার্চ-শর্টমার্চ করে এই বাঁধ বন্ধ করা যাবে না। যদি যায়, তাহলে আমাদেরও বলুন কোথায় পর্যন্ত মার্চ করতে হবে আমরাও সঙ্গী হব। টিপাইমুখ ইস্যুতে সিলেটবাসীর আন্দোলনের সাথে তার সমর্থনের কথাও তিনি ব্যক্ত করেন।
নোমান বিন আরমান : স্টাফ রিপোর্টার, দৈনিক সবুজ সিলেট
আলোচিত ব্লগ
হাদির আসল হত্যাকারি জামাত শিবির কেন আলোচনার বাহিরে?

গত মাসের শেষের দিকে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ারের ছেলে সালমান, উসমান হাদির সঙ্গে খু*নি ফয়সালের পরিচয় করিয়ে দেন। সেই সময় হাদিকে আশ্বস্ত করা হয়—নির্বাচন পরিচালনা ও ক্যাম্পেইনে তারা... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ একদিন মাথা উঁচু করে দাঁড়াবেই
বাংলাদেশ একদিন মাথা উঁচু করে দাঁড়াবেই

ভিনদেশী আধিপত্যবাদের বিরুদ্ধে সত্যের বজ্রনিনাদে সোচ্চার হওয়ার কারণেই খুন হতে হয়েছে দেশপ্রেমিক আবরার ফাহাদকে। সেদিন আবরারের রক্তে লাল হয়েছিল বুয়েটের পবিত্র... ...বাকিটুকু পড়ুন
রাজাকারের বিয়াইন

শহীদুল ইসলাম প্রামানিক
রাজাকারের বিয়াইন তিনি
মুক্তিযোদ্ধার সন্তান
ওদের সাথে দুস্তি করায়
যায় না রে সম্মান?
কিন্তু যদি মুক্তিযোদ্ধাও
বিপক্ষতে যায়
রাজাকারের ধুয়া তুলে
আচ্ছা পেটন খায়।
রাজাকাররা বিয়াই হলে
নয়তো তখন দুষি
মেয়ের শ্বশুর হওয়ার ফলে
মুক্তিযোদ্ধাও খুশি।
রচনা কালঃ ১৮-০৪-২০১৪ইং... ...বাকিটুকু পড়ুন
দিপুকে হত্যা ও পোড়ানো বনাম তৌহিদী জনতা!

পাইওনিয়ার নিটওয়্যারস বিডি লিমিটেড (Pioneer Knitwears (BD) Ltd.) হলো বাদশা গ্রুপের (Badsha Group) একটি অঙ্গ প্রতিষ্ঠান। বাদশা গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রধান কর্ণধার হলেন জনাব বাদশা মিয়া, যিনি একইসাথে এই... ...বাকিটুকু পড়ুন
সাজানো ভোটে বিএনপিকে সেনাবাহিনী আর আমলারা ক্ষমতায় আনতেছে। ভোট তো কেবল লোক দেখানো আনুষ্ঠানিকতা মাত্র।

১০০% নিশ্চিত বিএনপি ক্ষমতায় আসছে, এবং আওয়ামী স্টাইলে ক্ষমতা চালাবে। সন্ত্রাসী লীগকে এই বিএনপিই আবার ফিরিয়ে আনবে।সেনাবাহিনী আর আমলাদের সাথে ডিল কমপ্লিট। সহসাই এই দেশে ন্যায়-ইনসাফ ফিরবে না। লুটপাট... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।