১৯৯২ সাল থেকে নেতানিয়াহু বলে আসছেন ইরান খুব শিগগিরই পারমাণবিক বোমা বানিয়ে ফেলবে। তিনি এটা বলেছেন ২০০২, ২০০৯, ২০১২ এবং আবার এই বছরেও। কিন্তু প্রতিবারই প্রমাণ নেই, বোমা নেই, শুধু আরও যুদ্ধ, আরও ভয়, আরও শিরোনাম।
আর আমরা আবারও একই জায়গায় ফিরে এসেছি।
এই সপ্তাহে ইসরায়েল নাটকীয়ভাবে হামলা বাড়িয়েছে, ট্রাম্প বলছেন আয়াতুল্লাহকে সরিয়ে দেওয়ার কথা, এবং আবারও উঠে আসছে ধ্বংসাত্মক অস্ত্রের (WMD) গল্প। পরিচিত লাগছে
২০০৩-এ ছিল সাদ্দাম ও WMD
২০২৫-এ ইরান ও পারমাণবিক বোমা
একই যুক্তি, একই আগুন, একই ধোঁয়া। কিন্তু এখনও কোনো সত্যিকারের প্রমাণ নেই।
যদি গোয়েন্দা সংস্থা এতই নিখুঁত হয় যে তারা জানে “আয়াতুল্লাহ কোথায় লুকিয়ে আছেন”, তাহলে নিশ্চয় তারা এটাও জানতেন বোমাটি কোথায় যদি সত্যিই এমন কিছু থাকত।
আমাদের বলা হচ্ছে: “এখনই হামলা চালাতে হবে, কারণ একদিন তারা বোমা বানাতে পারে।” এটা প্রমাণ নয় এটা ভয়কে নিরাপত্তার ছদ্মবেশে প্যাকেট করা। ২০০৩ সালে ঠিক এমনটাই করেছিল আমেরিকা।
এদিকে, টিভি চ্যানেলে হামলা, মানুষদের রাজধানী ছাড়ার নির্দেশ, আর যে মূল কারণ দেখিয়ে হামলা চালানো শুরু হয়েছিল সেই বোমার কথা সংবাদে আসেই না আর।
তা হলে প্রশ্ন হচ্ছে এটা কি সত্যিই পারমাণবিক হুমকি? নাকি শাসনব্যবস্থা পরিবর্তনের (regime change) পুরনো খেলা?
আর যদি সেটা-ই হয় বলুন তো, ইতিহাসে এর ফলাফল কখনও ভালো হয়েছে?
ইরাক, লিবিয়া, আফগানিস্তান, সিরিয়া প্রতিটিই ধ্বংসের দিকে গেছে। প্রতিটিই শুরু হয়েছিল “বিপদ আছে” বলে। পরে দেখা গেছে কিছুই ছিল না, শুধু ধ্বংস।
আমরা আগেও এই যুদ্ধের গান শুনেছি। এবার কি অন্তত আমরা শেখা শুরু করব?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



