Mr. President Trump ভারতের উপর অতিরিক্ত ২৫% শুল্ক আরোপ করেছেন, যার ফলে মোট শুল্কের হার দাঁড়াল ৫০%।
এই অর্থনৈতিক চাপ ভারতের রপ্তানি, শিল্প ও শ্রমবাজারে মারাত্মক প্রভাব ফেলবে। এ ধরনের পরিস্থিতিতে ভারতের অভ্যন্তরীণ শ্রমবাজারে সংকট দেখা দিলে প্রতিবেশী দেশগুলোতে জনশক্তি প্রবাহ বাড়তে পারে।
বাংলাদেশ ইতোমধ্যে ৩০ লক্ষেরও বেশি ভারতীয় শ্রমিকের অনানুষ্ঠানিক উপস্থিতির বোঝা বহন করছে বলে অনেক পর্যবেক্ষণকারীর মত। ফলে সীমান্তে অনুপ্রবেশ নিয়ন্ত্রণে BDR-কে এখনই আরও কঠোর ও প্রযুক্তিনির্ভর পদক্ষেপ নিতে হবে।
শ্রীলঙ্কা, ভুটান, নেপাল, মিয়ানমার, চীন ও পাকিস্তানকেও তাদের সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হবে।
বাংলাদেশ কারো বিরুদ্ধে নয়, তবে নিজের ভূখণ্ড ও অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার স্বার্থে বাস্তবতা বিবেচনায় আমাদের এখনই প্রস্তুত থাকা জরুরি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



