
জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশের মানুষের সেবা করতে চাচ্ছে। আপনি কি সে সেবা নিতে প্রস্তুত আছেন? বিএনপি এই দেশের মানুষের সেবা অনেক বারই করেছে। মেজর জিয়াও এদেশের সেবা করেছে। মেজর জিয়ার ও বেগম জিয়ার ৯২ এর দেশ সেবা দেখেছে ব্লগে এমন মানুষের সংখ্যা হাতে গুনা। তবে ২০০১ থেকে ২০০৫ পর্যন্ত তাদের সেবা দেখেছে ও নিয়েছে এমন মানুষের সংখ্যাই বেশি। এখন আপনার কি মনে হয়, এই যে তারা এখন আবারও দেশের সেবা করার জন্য জীবন দিয়ে দিচ্ছে, জেল জুলুম, অত্যাচার সহ্য করছে তাতে আপনি খুশি হচ্ছেন? এতকিছুর পরেও তারা দেশ সেবা করার ইচ্ছা ত্যাগ করছে না।
আপনার সেবা করার জন্য তাদের এই ত্যাগ তিতিক্ষাকে কিভাবে দেখছেন? তাদের সেবার মান জার্মানির অ্যাঞ্জেলা মার্কেল, কানাডার ট্রুডো কিংবা ফিনল্যান্ডের প্রেসিডেন্টের মতো হবে, নাকি অন্তত শেখ হাসিনার চেয়ে ভালো হবে?
গত ২০০১ ও ২০০৫ পর্যন্ত এদেশে বিএনপি'র সেবা দেওয়ার নমুনা আমি দেখেছি এবং আরো যারা দেখেছে তাদের উচিত হবে বিএনপিকে আর জাতির সেবা করতে সুযোগ না দেওয়া। ঐ সময় জাতির সেবা করতে করতে তারা জাতিকে আইসিইউ তে নিয়ে গেছে এখন আইসিইউ থেকে বেডে আসা জাতির সেবা করার জন্য আবার তারা উঠে পরে লেগেছে! আবার জাতিকে সেবা করার সুযোগ পেলে এবার কোমায় নিয়ে যাবে না তার কি গ্যারেন্টি আছে!
বিএনপির মিশন, ভিশন কিংবা জাতিকে সেবা করার প্রক্রিয়াগুলো কোন কিছুই পরিষ্কার নয়। এগুলো পরিষ্কার না করে জাতির সেবা করতে যাওয়া খুবই বিপদজনক বিষয়।
যাই হোক আমি অন্তত এই মুহূর্তে বিএনপি'র সেবা নিতে প্রস্তুত নই তারমানে এও নয় আমি বর্তমান শেখ হাসিনার সেবায় সন্তুষ্ট। শুধুমাত্র হাসপাতালে বেডে থাকা রোগীকে আমি কোমায় নিয়ে যেতে চাই না, এজন্যই বিএনপিকে এই মুহূর্তে জাতির সেবা করতে দেওয়া উচিত হবে না। বিএনপি একা সেবা করতে চাইলে ভেবে দেখা যাইতো কিন্তু বিএনপি ক্ষমতা আসার সাথে সাথে তাদের লেজ জামাত শিবিরও ক্ষমতায় চলে আসবে। এরা জাতিকে কিভাবে সেবা করে তার নমুনা কমবেশি সবারই জানা। আফগানিস্তানে তাদের সেবা চলছে, সে সেবার নমুনা দেখে এই জাতের কেউই তাদের সেবা নেওয়ার পক্ষে থাকার কথা নয়!
সর্বশেষ এডিট : ৩০ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৪:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


