
বছরের দীর্ঘ রজনী শেষেও ভোরের আলো ফুটে, কণ্টকাকীর্ণ পথেরও শেষ প্রান্ত আছে।হতাশাগ্রস্ত নিশাচর মানুষটিও সময় আসলে আত্মবিশ্বাসে টলমল করে। জরাজীর্ণ রোগা দেহ গুলোও এক সময় পাহাড় ঠেলে ফেলে দিতে চাইবে। যাকে আজ পাহাড় ভাবছো, যেদিন ক্ষোভ, দুঃখ কিংবা হতাশার স্তূপ জমে হিমালয় হবে, সেদিন সেই পাহাড় টিলা হয়ে পড়বে।
নিউটনের 'থার্ড ল' আগেও কাজ করেছে, ভবিষ্যতেও করবে।
আমি তুমি আমরা, নিজেদের পায়ে নিজেরা কুড়াল মারাতে এতটাই দক্ষ হয়ে উঠেছি যে পুরো জাতি পঙ্গু হওয়ার অপেক্ষা!
সভ্যতা খুঁড়িয়ে চলা পঙ্গুদের বেশি দূরে টেনে নিয়ে যাবেনা, মাঝপথে কিংবা তারও আগে ফেলে রেখে যাবে।
সময় এখনো শেষ হয়ে যায়নি তবে শেষ হওয়ার পথে!
সর্বশেষ এডিট : ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৯:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



