এক.
ক্লান্ত দূপুর, প্রান্তে বিকেল, অন্তে নামে আঁধার...
মিষ্টি বিকেল যায় কেটে যায় তোমার কথা ভাবার ।।
দুই.
তোমায় কিছু বলতে চাই,তোমার কথা শুনতে চাই;
কল, এসএমএস যাই তুমি দাও-
তাতেই বড় তৃপ্তি পাই;
কেন এমন হয় জানো তো-
তুমি আমার বন্ধু তাই!
তিন.
রাত দুপুরে কখন যে এই মনের মাঝে আসো-
...কি সব এতো চূরি করে ঘুমের মাঝেই হাসো?
...মুচকি হাসির শব্দ তো নেই, শব্দ শুধূ রাতের;
নির্জন এই প্রতীক্ষা তাই নতুন সুপ্রভাতের ।।
সর্বশেষ এডিট : ২১ শে মে, ২০০৮ সকাল ৭:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




